জিম্বাবুয়ের এক শীর্ষ আদালত সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে পদত্যাগে বাধ্য করতে দেশটির সামরিক বাহিনীর নেয়া পদক্ষেপ সাংবিধানিক বলে ঘোষণা দিয়েছেন।
দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সম্প্রচার সংস্থা আদালতের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ঘনিষ্ঠজনের মাধ্যমে দেশের ক্ষমতা দখলের প্রচেষ্টাকে থামিয়ে দেয়ার সেনাবাহিনীর পদক্ষেপ ছিল সাংবিধানিক।
আদালত তার আদেশে আরো বলেছেন, অনির্বাচিত ব্যক্তিরা যাতে ক্ষমতায় আসতে না পারে তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীকে দেশটির কর্তৃত্ব গ্রহণ করতে হয়েছিল।”
গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করেন মুগাবে। তাকে এতদিন মুগাবের উত্তরসূরি ভাবা হলেও সম্প্রতি তার জায়গায় ফার্স্ট লেডি গ্রেস মুগাবের নাম সামনে চলে আসে।

























