নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঢাকাগামী ট্রাকের ধাক্কা মোটরসাইকেলের আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহম্মেদপুর বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত দুজনই আহম্মেদপুর ডিগ্রী কলেজের ছাত্র। নাটোর সদর উপজেলার হালশা ইউনিয়নের ফুলসর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইমরানুল হক (২১) ও তার বন্ধু জেলার সিংড়া উপজেলার গুণাইখাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২২)।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর দেড়টায় নাটোর-পাবনা মহাসড়কের আহম্মেদপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী ট্রাক রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেলের আরোহী দুই কলেজছাত্র ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।






















