০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

বরগুনায় ইয়াবাসহ দুই বোন আটক

বরগুনার আমতলী থানায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আপন দুই বোনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি ইয়াদ লঞ্চে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের দুই মেয়ে বিথি আক্তার (২২) ও লামিয়া (১৬)। পুলিশ জানায়, এ সময় কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মিজানুর রহমান শিকদার পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী বিথি ও শালিকে ফেলে পালিয়ে যায়। এ সময় বিথি ও লামিয়ার শরীর তল্লাশি করে ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, মিজানুর রহমান এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে স্ত্রী ও শালিকে দিয়ে ঢাকা থেকে ইয়াবা এনে এলাকার বিক্রি করে। আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, ৫৯০ পিস ইয়াবাসহ দুই বোনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-২ আসনে সরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের

বরগুনায় ইয়াবাসহ দুই বোন আটক

প্রকাশিত : ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯

বরগুনার আমতলী থানায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আপন দুই বোনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি ইয়াদ লঞ্চে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের দুই মেয়ে বিথি আক্তার (২২) ও লামিয়া (১৬)। পুলিশ জানায়, এ সময় কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মিজানুর রহমান শিকদার পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী বিথি ও শালিকে ফেলে পালিয়ে যায়। এ সময় বিথি ও লামিয়ার শরীর তল্লাশি করে ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, মিজানুর রহমান এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে স্ত্রী ও শালিকে দিয়ে ঢাকা থেকে ইয়াবা এনে এলাকার বিক্রি করে। আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, ৫৯০ পিস ইয়াবাসহ দুই বোনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ