কাপাসিয়া উপজেলা কড়িহাতা ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠনের লক্ষ্যে ৭ বছর পর ৩০ অক্টোবর বুধবার সম্মেলন অনুষ্ঠিত হবে। আঞ্জাব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। সম্মেলনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্ততি। দলের ভিতরে চলছে সাজ সাজ রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বঙ্গতাজ কন্য সিমিন হোসেন রিমি এমপি।
দলীয় সূত্রে জানা গেছে, দলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে এ সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। ভোটের জন্য মোট ২৫১ জন তৃণমূল নেতা-কর্মীকে কাউন্সিলর করা হয়েছে। বিতর্কিতদের জায়গা হবে না কমিটিতে তা এখন পর্যন্ত কোনো পর্যায়ের নেতারা তেমন কোনো আভাস দিতে পারছেন না। তবে কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচিত হলে বাদ পড়তেপারেন বিতর্কিতরা। অনুপ্রবেশকারী, দুর্নীতি ও চাঁদাবাজ, বিতর্কিত, যারা দলে বলয় তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এমন নেতাদের কমিটিতে স্থান না পায় সে আশা করছেন তৃণমূল নেতা-কর্মীরা।
সম্মেলনে সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি মাহবুব মোর্শেদ আফাজ ও অব: ব্যাংক কর্মকতা আ: রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নাজমুল ইসলাম মতিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আমান, মমিরুল ইসলাম, শহিদুল্লাহ মোল্লা, আসাদুজ্জামান আসাদ, মোফাজ্জাল হোসেন সরকার,
নেতা-কর্মীরা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হবে। তাই তৃণমূল নেতা-কর্মীদের কদর বেড়েছে। সম্মেলনকে ঘিরে শুরু হয়েছে মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। সম্মেলনকে সফল করতে ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়লকে আহবায়ক ও দেলোয়ার হোসেন বাবুল কে সদস্য সচিব করে ৭ সদস্যের প্রস্তুতির কমিটি করা হয়েছে।
সম্মেলনের পূর্বে পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে গ্রাম ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়। প্রতিটি ওয়ার্ডে ৪ টি গ্রাম কমিটি করা হয়েছে। দলকে গতিশীল ও সুসংগঠিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকগণ সহ ২৫১ জনকে কাউন্সিলর করা হয়েছে। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান সম্মেলন প্রস্তুতি কমিটি।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ




















