লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কোনো খেলোয়াড় আগামী ১০০ বছরেও আসবে না বলে মন্তব্য করেছেন ময়ের জনপ্রিয় ফুটবল তারকা বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি।
তিনি বলেছেন, ‘এই শতাব্দীর সেরা দুই ট্যালেন্ট মেসি- রোনালদো। নিঃসন্দেহে সেরা দুই আবিষ্কার। আগামী ১০০ বছরে তাদের মতো কেউ আসবে না।’
কথিত আছে, এক শতাব্দীতে এরকম খেলোয়াড় আসে একজন। অথচ এই শতাব্দীতে মাঠ মাতাচ্ছেন প্রায় সমপর্যায়ের মানের দু’জন। মেসি ও রোনালদোর খেলা উপভোগ করতে পারাটা নিশ্চয়ই সৌভাগ্যের বিষয়।
মানছেন পোল্যান্ড তারকাও, ‘এই শতাব্দীও ধন্য তাদের (মেসি-রোনালদো) পেয়ে। ফুটবল ভক্ত-সমর্থকরা সৌভাগ্যবান যে, একই সময়ে দুই মহারথীর খেলা এনজয় করতে পারছেন। তাদের সময়ে মাঠ দাপিয়ে বেড়াতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি।’
তবে খেলোয়াড় হিসেবে মেসি-রোনালদো চেয়ে নিজেকে পিছিয়ে রাখছেন না লেভানডফস্কি। তার মতে, ‘তিনিও তাদের পর্যায়ের খেলোয়াড়।’
ব্যক্তিগত পুরস্কার জয়ের দিকে তাকালে অবশ্য তা স্পষ্ট হয়ে উঠে না। সেই ২০০৮ সাল থেকে ব্যালন ডি’অর ভাগাভাগি করে নিচ্ছেন বার্সা ও রিয়াল সুপারস্টার। প্রতিযোগিতায় ছিলেন বায়ার্ন তারকাও। কিন্তু প্রায় তাদের সমান সংখ্যক গোল করেও একবারও তা শোকেসে ভরতে পারেননি তিনি।
লেভানডফস্কি বলেন, ‘আমি জোর দিয়েই বলব, এক্ষেত্রে আমার প্রতি বৈষম্য করা হয়েছে। যা আমার ক্যারিয়ারে কালো দাগ হয়ে থাকবে। মেসি-রোনালদোর চেয়ে আমি কোনো অংশেই মন্দ নই।’


























