০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

আফগানিস্তানে আইএসের উপস্থিতির দিকে নজর দিন: ইরান

আফগানিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের উপস্থিতির বিষয়ে বিশেষ মনোযোগ দেয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে আজ (শুক্রবার) তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে আফগানিস্তান ইস্যুকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। জাওয়াদ জারিফ জোর দিয়ে বলেন, আফগান সমস্যার কোনো সামরিক সমাধান নেই এবং দেশটিতে দায়েশ শক্তিশালী হলে তা আঞ্চলিক সব দেশের জন্যই বিপদের কারণ হবে।

জারিফ বলেন, “হার্ট অব এশিয়া সম্মেলনে আমরা আফগানিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসেরর উপস্থিতি ও তৎপরতার দিকে বিশেষ গুরুত্ব দেয়ার প্রয়োজন বোধ করছি।”

তিনি বলেন, এ সম্মেলনে আঞ্চলিক দেশগুলোর অভিন্ন স্বার্থ ও সহযোগিতা বিশেষ করে আফগানিস্তানের নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আফগানিস্তান ও আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করার লক্ষ্যে ২০১১ সালে এ সম্মেলনের যাত্রা শুরু। এবারের সম্মেলনে ৪০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার ২৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

আফগানিস্তানে আইএসের উপস্থিতির দিকে নজর দিন: ইরান

প্রকাশিত : ০৯:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭

আফগানিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের উপস্থিতির বিষয়ে বিশেষ মনোযোগ দেয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে আজ (শুক্রবার) তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে আফগানিস্তান ইস্যুকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। জাওয়াদ জারিফ জোর দিয়ে বলেন, আফগান সমস্যার কোনো সামরিক সমাধান নেই এবং দেশটিতে দায়েশ শক্তিশালী হলে তা আঞ্চলিক সব দেশের জন্যই বিপদের কারণ হবে।

জারিফ বলেন, “হার্ট অব এশিয়া সম্মেলনে আমরা আফগানিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসেরর উপস্থিতি ও তৎপরতার দিকে বিশেষ গুরুত্ব দেয়ার প্রয়োজন বোধ করছি।”

তিনি বলেন, এ সম্মেলনে আঞ্চলিক দেশগুলোর অভিন্ন স্বার্থ ও সহযোগিতা বিশেষ করে আফগানিস্তানের নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আফগানিস্তান ও আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করার লক্ষ্যে ২০১১ সালে এ সম্মেলনের যাত্রা শুরু। এবারের সম্মেলনে ৪০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার ২৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।