চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ২০০ গ্রাম স্বর্ণের বার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। সোমবার বেলা ১১টায় আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন যাত্রীর কাছে ৭০টি স্বর্ণের বার পাওয়া যায়।
চট্টগ্রাম বিমান বন্দর নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিমান বন্দর কাস্টমসের হাতে উপরোক্ত স্বর্ণের বারগুলো ধরা পড়ে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মো. আখতারুজ্জামান খান (৩২) নামের এক যাত্রীর লাগেজে করে আনা চার্জার লাইটের ব্যাটারি রাখার জায়গায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল। এই যাত্রীকে কাস্টমস কর্মকর্তারা আটক করেছেন। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
বিজনেস বাংলাদেশ/ইদি




















