বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় খেলায় নারিন-পোলার্ড তাণ্ডবে রাজশাহী কিংসের বিপক্ষে ২০৫ রানের বড় সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস।
শনিবার টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে ঢাকা। টুর্নামেন্টে রাজশাহী কিংসের বিপক্ষে এর আগেরবারের দেখায় সাত উইকেটে ২০১ রান করেছিল ঢাকা সাকিব আল হাসানের দল।
ম্যাচটি যে দু’দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কারণ শেষ চারে খেলতে হলে জয় ছাড়া বিকল্প কিছু নেই দু’দলের।
রাজশাহীর বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে ঢাকা। কারণ রাজশাহীর বিপক্ষে জিতলেই শেষ চারে খেলতে পারবে গত বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে একই পরিস্থিতি রাজশাহীর সামনে। কারণ বিপিএলের শেষ চারে খেলতে আজ ঢাকাকে হারাতেই হবে দলটির।
আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নামে ঢাকার দুই ওপেনার জো ডেনলি ও সুনীল নারিন।
এ দুজনের ব্যাটে দারুণ শুরু করে ঢাকা। তবে ব্যক্তিগত ৬৯ রানে মিরাজের বলে ক্লিন বোল্ড হয়ে সাঝঘরে ফেরেন নারিন। এরপর রানের খাতা না খুলেই স্যামিত পাটেলের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন ডেলপোর্ট।
এরপর ৫৩ রান করা ডেনলিকে সাঝঘরে ফেরান কাজী অনিক। ৭ বলে ৩ চারে ১৪ রান করা আফ্রিদিকে ফেরান মোহাম্মদ সামি। তবে রাজশাহীর বোলারদের উপর তাণ্ডব চালানো পোলার্ড ফেরেন ৩৩ রানে। ১৪ বলে ১ চার ও ৪ ছয় হাঁকানো এই ব্যাটসম্যান ঢাকার রানের চাকা বদলে দিয়েছেন।
তবে ব্যক্তিগত ১৩ রানে সাকিব অপরাজিত ছিলেন। এর ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে ঢাকা। জয়ের জন্য রাজশাহীর দরকার ২০৬ রান করার। রাজশাহীর হয়ে ২ উইকেট পেয়েছেন কাজী অনিক।


























