০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বাঁশের যত উপকারিতা

  • ফিচার
  • প্রকাশিত : ০২:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
  • 1055

প্রাচীন কাল থেকেই বাঁশের ব্যবহার চলে আসছে। বাঁশ ঐত্যিহের বিভিন্ন সাজ-সজ্জার প্রতীক হিসেবে পরিচিত। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বাঁশ ব্যবহার করা হয়। বাঁশ রোপনে প্রকৃতির উপকার হয়ে থাকে।

চিনা সভ্যতায় বাঁশ শুভশক্তির প্রতীক। বাড়ির আশেপাশে বা ভেতরে বাঁশ রোপণ তাদের ঐতিহ্য। তবে বাঙালি বাঁশ নিয়ে খুব সংবেদনশীল। সহজে বাঁশের ধারেকাছে যান না। আসুন তবে দেখে নেই বাঁশ রোপণের উপকারিতা।

20171205182155

১. বাড়িতে বাঁশ রোপণ করলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়।
২. কচি বাঁশের সবুজ রং দৃষ্টিশক্তি সতেজ রাখে এবং স্নায়ুতন্ত্রকে স্নিগ্ধতা দেয়।
৩. সেরিব্রাল কর্টেক্স ও রেটিনার পক্ষে এ রং অতি উপকারী।
৪. বাঁশও এক ধরনের গাছ। বাঁশও অক্সিজেন ত্যাগ করে বাতাস শুদ্ধ করে।
৫. ভেতরে ফাঁপা ও বাইরে শক্ত এ গাছ নেগেটিভ এনার্জিকে প্রতিহত করে।
৬. ৩৫-১২০ বছরে বাঁশগাছে ফুল আসে। এ ফুল সৌভাগ্যের প্রতীক।
৭. ঋতু অনুযায়ী বাঁশের রং বদল ঘরের একঘেয়েমি দূর করে। মনকে সতেজ রাখে।
৮. বাড়ির ভেতরে বাঁশ রোপণ করলে তা অশুভ শক্তিকে প্রতিহত করে।

 

আজকের বিজনেস বাংলাদেশ / ফাহমিদা নাসরিন নিপা

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের উপর ছিনতাইকারীর বর্বর হামলা ,দুই ছিনতাইকারী আটক

বাঁশের যত উপকারিতা

প্রকাশিত : ০২:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭

প্রাচীন কাল থেকেই বাঁশের ব্যবহার চলে আসছে। বাঁশ ঐত্যিহের বিভিন্ন সাজ-সজ্জার প্রতীক হিসেবে পরিচিত। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বাঁশ ব্যবহার করা হয়। বাঁশ রোপনে প্রকৃতির উপকার হয়ে থাকে।

চিনা সভ্যতায় বাঁশ শুভশক্তির প্রতীক। বাড়ির আশেপাশে বা ভেতরে বাঁশ রোপণ তাদের ঐতিহ্য। তবে বাঙালি বাঁশ নিয়ে খুব সংবেদনশীল। সহজে বাঁশের ধারেকাছে যান না। আসুন তবে দেখে নেই বাঁশ রোপণের উপকারিতা।

20171205182155

১. বাড়িতে বাঁশ রোপণ করলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়।
২. কচি বাঁশের সবুজ রং দৃষ্টিশক্তি সতেজ রাখে এবং স্নায়ুতন্ত্রকে স্নিগ্ধতা দেয়।
৩. সেরিব্রাল কর্টেক্স ও রেটিনার পক্ষে এ রং অতি উপকারী।
৪. বাঁশও এক ধরনের গাছ। বাঁশও অক্সিজেন ত্যাগ করে বাতাস শুদ্ধ করে।
৫. ভেতরে ফাঁপা ও বাইরে শক্ত এ গাছ নেগেটিভ এনার্জিকে প্রতিহত করে।
৬. ৩৫-১২০ বছরে বাঁশগাছে ফুল আসে। এ ফুল সৌভাগ্যের প্রতীক।
৭. ঋতু অনুযায়ী বাঁশের রং বদল ঘরের একঘেয়েমি দূর করে। মনকে সতেজ রাখে।
৮. বাড়ির ভেতরে বাঁশ রোপণ করলে তা অশুভ শক্তিকে প্রতিহত করে।

 

আজকের বিজনেস বাংলাদেশ / ফাহমিদা নাসরিন নিপা