০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

ভক্তদের তাক লাগালেন আনুশকা

বলিউড অভিনেত্রীদের মধ্যে ফ্যাশন সচেতন যে ক’জন আছেন তাদের মধ্যে আনুশকা শর্মার নাম চলে আসবে সবার উপরে। কেননা তার স্টাইল বরাবরই নজর কাড়ে সবার।

তার রূপের ঝলক বরাবরই মুগ্ধ করে সবার। আর এরবারও এর ব্যতিক্রম হলো না। সম্প্রতি ‘গ্রাজিয়া’ ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন আনুশকা। সেখানে তাকে স্বপ্নের মতো সুন্দরী মনে হয়েছে! ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তিনি রূপের জাদুতে ভক্তদের মুগ্ধ করে দিয়েছেন।

‘জিরো’ সিনেমাখ্যাত এ অভিনেত্রীকে হলুদ রঙের ঝলমলে লেইস পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন। সঙ্গে অলঙ্কার হিসেবে পরেছিলেন ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড হীরার নেকলেস এবং ব্রেসলেট। রঙিন ঠোঁট ও ভেজা চুল তার এই ফ্যাশনেবল লুকে বাড়তি মাত্রা যোগ করেছে।

‘গ্রাজিয়া’ ম্যাগাজিনের কভারের পাশাপাশি একাধিক ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আনুশকা। সবগুলো ছবিতেই তাকে গর্জিয়াস লুকে দেখা গেছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ভক্তদের তাক লাগালেন আনুশকা

প্রকাশিত : ০৪:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০

বলিউড অভিনেত্রীদের মধ্যে ফ্যাশন সচেতন যে ক’জন আছেন তাদের মধ্যে আনুশকা শর্মার নাম চলে আসবে সবার উপরে। কেননা তার স্টাইল বরাবরই নজর কাড়ে সবার।

তার রূপের ঝলক বরাবরই মুগ্ধ করে সবার। আর এরবারও এর ব্যতিক্রম হলো না। সম্প্রতি ‘গ্রাজিয়া’ ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন আনুশকা। সেখানে তাকে স্বপ্নের মতো সুন্দরী মনে হয়েছে! ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তিনি রূপের জাদুতে ভক্তদের মুগ্ধ করে দিয়েছেন।

‘জিরো’ সিনেমাখ্যাত এ অভিনেত্রীকে হলুদ রঙের ঝলমলে লেইস পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন। সঙ্গে অলঙ্কার হিসেবে পরেছিলেন ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড হীরার নেকলেস এবং ব্রেসলেট। রঙিন ঠোঁট ও ভেজা চুল তার এই ফ্যাশনেবল লুকে বাড়তি মাত্রা যোগ করেছে।

‘গ্রাজিয়া’ ম্যাগাজিনের কভারের পাশাপাশি একাধিক ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আনুশকা। সবগুলো ছবিতেই তাকে গর্জিয়াস লুকে দেখা গেছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান