১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

পোশাকখাত নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছি : টিপু মুনশি

করোনাভাইরাসের কারণে তৈরি পোশাকখাত নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘তৈরি পোশাকের যেসব কাঁচামাল রয়েছে এক অর্থে এর পুরোটাই চায়না থেকে আসে। যে কারণে এটা খু্বই চিন্তা ও উদ্বেগের বিষয়।’

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর রেডিসন হোটেলে নারী উদ্যোগক্তাদের করপোরেট মার্কেটে নারীদের শক্তিশালী অবস্থান বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চায়না-বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বিষয়ে মন্ত্রী বলেন, ‘চায়না আমাদের বড় বন্ধু, তাদের সঙ্গে আমাদের হাজার রকমের পণ্যের আমদানি রফতানি সম্পর্ক রয়েছে। তবে সেইক্ষেত্রে এর প্রভাব কতটুকু পড়বে তা নির্ণয় করা হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী অর্থনীতির প্রভাব বিষয়ে বলেন, ‘বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের আমরা তিন দিনের সময় দিয়েছি। প্রতিবেদন হাতে পেলে সমস্যা কতটা গভীর তা বুঝতে পারবো বা বলতে পারবো। যদি কোনো সমস্যা আসে তা মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।’

নিত্যপণ্যের প্রসঙ্গে টিপু মুনুশি বলেন, ‘বাংলাদেশ নিত্যপণ্যের ক্ষেত্রে সম্পূর্ণ চায়না নির্ভর নয়। তাই নিত্যপণ্যের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না।’ তবে জিডিপিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পোশাকখাত নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছি : টিপু মুনশি

প্রকাশিত : ১২:০৮:১২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০

করোনাভাইরাসের কারণে তৈরি পোশাকখাত নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘তৈরি পোশাকের যেসব কাঁচামাল রয়েছে এক অর্থে এর পুরোটাই চায়না থেকে আসে। যে কারণে এটা খু্বই চিন্তা ও উদ্বেগের বিষয়।’

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর রেডিসন হোটেলে নারী উদ্যোগক্তাদের করপোরেট মার্কেটে নারীদের শক্তিশালী অবস্থান বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চায়না-বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বিষয়ে মন্ত্রী বলেন, ‘চায়না আমাদের বড় বন্ধু, তাদের সঙ্গে আমাদের হাজার রকমের পণ্যের আমদানি রফতানি সম্পর্ক রয়েছে। তবে সেইক্ষেত্রে এর প্রভাব কতটুকু পড়বে তা নির্ণয় করা হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী অর্থনীতির প্রভাব বিষয়ে বলেন, ‘বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের আমরা তিন দিনের সময় দিয়েছি। প্রতিবেদন হাতে পেলে সমস্যা কতটা গভীর তা বুঝতে পারবো বা বলতে পারবো। যদি কোনো সমস্যা আসে তা মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।’

নিত্যপণ্যের প্রসঙ্গে টিপু মুনুশি বলেন, ‘বাংলাদেশ নিত্যপণ্যের ক্ষেত্রে সম্পূর্ণ চায়না নির্ভর নয়। তাই নিত্যপণ্যের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না।’ তবে জিডিপিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/এম মিজান