যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পরেই কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় এ অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে কভিড-19 এ আক্রান্ত ১১ জনের মৃত্যু হল। খবর বিবিসির।
কর্মকর্তারা জানিয়েছেন, ৭১ বছর বয়সী ওই ব্যক্তি সেক্রেমেন্তোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল একটি জাহাজ থেকে।
এছাড়া বুধবার (৪ মার্চ) থেকে কভিড-১৯ শনাক্তে হোয়াইট হাউস দেশব্যাপী বিস্তৃত পরীক্ষা শুরু। যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যে এরই মধ্যে অন্তত দেড়শ জনের দেহে প্রাণঘাতী এ ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করেছে কর্তৃপক্ষ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ























