০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শুধু নারীদের নিয়ে আঁখির গান

৮ মার্চ বিশ্ব নারী দিবস। দিবসটিকে কেন্দ্র করে জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘আমার যত গান‘র একশ ০৭তম পর্ব প্রচার হবে ওইদিন বিকেল ৩টা ০৫ মিনিটে।

এ পর্বে গান করবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে। পরিচালনা করবেন অনন্যা রুমা।

পরিচালক সূত্রে জানা গেছে, এ পর্বে আঁখী আলমগীর শুধু নারীদের নিয়ে রচিত গানগুলো পরিবেশন করবেন। গানের বিশেষ এ অনুষ্ঠানটি দেখার জন্য শ্রোতা-দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন আঁখি।

এদিকে গেলো বিশ্ব ভালোবাসা দিবস (১৬ ফেব্রুয়ারি) উপলক্ষে প্রকাশ পায় আঁখি আলমগীরের সবশেষ গান-ভিডিও ‘তোমারি কারণে’। অনুরূপ আইচের কথায় গানটির সুর করেছেন ফাজবির তাজ। সংগীতায়োজন করেন শাহরিয়ার রাফাত।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

শুধু নারীদের নিয়ে আঁখির গান

প্রকাশিত : ০৫:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০

৮ মার্চ বিশ্ব নারী দিবস। দিবসটিকে কেন্দ্র করে জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘আমার যত গান‘র একশ ০৭তম পর্ব প্রচার হবে ওইদিন বিকেল ৩টা ০৫ মিনিটে।

এ পর্বে গান করবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে। পরিচালনা করবেন অনন্যা রুমা।

পরিচালক সূত্রে জানা গেছে, এ পর্বে আঁখী আলমগীর শুধু নারীদের নিয়ে রচিত গানগুলো পরিবেশন করবেন। গানের বিশেষ এ অনুষ্ঠানটি দেখার জন্য শ্রোতা-দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন আঁখি।

এদিকে গেলো বিশ্ব ভালোবাসা দিবস (১৬ ফেব্রুয়ারি) উপলক্ষে প্রকাশ পায় আঁখি আলমগীরের সবশেষ গান-ভিডিও ‘তোমারি কারণে’। অনুরূপ আইচের কথায় গানটির সুর করেছেন ফাজবির তাজ। সংগীতায়োজন করেন শাহরিয়ার রাফাত।

বিজনেস বাংলাদেশ/বিএইচ