লক্ষ্মীপুরে দ্রব্যমূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না থাকায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠান এবং রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর চালবাজারসহ বিভিন্ন বাজার ও রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিক এবং রামগতি ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন।
তারা বলেন, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে চাল, পেয়াজ ও আলুসহ বিভিন্ন পন্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না টাঙানোয় সদর উপজোলার চক বাজারের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা ও রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারের ১টি ব্যবসা প্রতিষ্ঠানে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে বেশি দামে মাস্ক বিক্রয়ের অভিযোগে ২ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
বিজনেস বাংলাদেশ/ আরিফ





















