সাতক্ষীরায় জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সাবিনা খাতুন ও তাঁর বোন সালমা খাতুন।
গতকাল রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে প্রতিবেশীদের সঙ্গে তুচ্ছ ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আসামিদের মধ্যে ইমন হোসেন ও লতা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শহরের জজকোর্ট সংলগ্ন সবুজবাগ এলাকায় অবস্থিত জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে প্রতিবেশী ইমনের নেতৃত্বে অন্যরা এই হামলা চালানো হয়েছে। এতে সাবিনা ও তাঁর বোন সালমা আহত হয়েছেন। তাঁদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের মধ্যে ইমন হোসেন ও লতা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























