মহামারী করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাই ঘরবন্দি। দেখা দিয়েছে শ্রমিকের সংকট। আর এই সংকটের সময় অসহায় এক কৃষকের ধান কেটে দিলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ওয়ার্ড সদস্যরা।
সোমবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের কৃষক কালা মিয়ার জমিতে পাকা ধান। কাটার জন্য নেই শ্রমিক। এ অবস্থা দেখে মানবিক সহায়তায় পাশে দাঁড়ালেন ইউনিয়নের চেয়ারম্যান খসরুল আলম। তিনি তার পরিষদের নয়টি ওয়ার্ডের সদস্যরাসহ ১৮ জনের একটি দল গঠন করেন। এরপর সবাই মিলে কাঁচি ও রশি হাতে নিয়ে কৃষক কালা মিয়াকে সঙ্গে নিয়ে ধানগুলো কেটে দিলেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ধান কাটার কাজ চলে।
কৃষক কালা মিয়া জানান, ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত মাটিয়ান হাওরের ৬০ শতাংশ জমিতে ধানের চাষ করেছেন। শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছেন না। ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের এমন কাজ আমাকে স্বস্তি দিয়েছে।
চেয়ারম্যান খসরুল আলম বলেন, করোনার এই দুর্যোগে যদি হাওরে উৎপাদিত ধান কৃষকরা গোলায় তুলতে পারেন তাহলে দেশের জন্য হবে বিরাট প্রাপ্তি। আমরা চাই হাওরপাড়ের সবাই মিলে সামাজিক দূরত্ব বজায় রেখেই কৃষকদের কাজের পাশে থাকতে এই উদ্যোগ।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























