তৈরিপোশাকখাতের ৩৭ হাজার শ্রমিক মার্চের বেতন পাননি। একাধিকবার তৈরিপোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রতিশ্রুতির পরও বেতন পাচ্ছে না শ্রমিকরা।
করোনাভাইরাসের দুর্যোগের দিনেও বিজিএমইএর সদস্যভুক্ত ৭৪টি কারখানার মালিক শ্রমিকদের বকেয়া পরিশোধ করেনি। সারা মাস কাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় এখন বেতনের দাবিতে আন্দোলন করছে তারা।
তৈরিপোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর মতে, বর্তমানে বিজিএমইএর সদস্যভুক্ত দুই হাজার ২৭৪টি কারখানায় মোট ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিক কাজ করছেন। ২৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সময়ে ২২০০ কারখানার ২৪ লাখ ৩৫ হাজার ৪১৭ জন শ্রমিক মার্চ মাসের বেতন পেয়েছেন। অর্থাৎ এখনো পর্যন্ত ৭৪টি কারখানার ৩৭ হাজার শ্রমিকের বেতন দেওয়া হয়নি।
কারখানাগুলোর মধ্যে রাজধানী ঢাকায় ১৯টি, নারায়ণগঞ্জে ৯টি, গাজীপুরে ১৮টি, চট্টগ্রামে ১৮, আশুলিয়ায় ৭টি এবং প্রত্যন্ত অঞ্চলের ৩টি কারখানার মালিক তাদের শ্রমিকদের পাওনা পরিশোধ করেননি।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























