হাওর অঞ্চলের প্রায় ৭৭ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাত দিয়ে তিনি জানান, ইতোমধ্যে হাওরের প্রায় ৭৭% বোরো ধান কর্তন শেষ হয়েছে। পাকা অবস্থায় রয়েছে ১০% এবং এখনো পাকেনি ১৩% বোরো ধান। এছাড়া, সারাদেশে ১৬% বোরো ধান কর্তন শেষ হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে হাওরে বোরো ধান কাটা শ্রমিক সঙ্কট দেখা দেয়। ফলে অনিশ্চয়তায় পড়েন চাষিরা। পরে কৃষি মন্ত্রণালয়সহ প্রশাসনের সহায়তায় বিভিন্ন স্থান থেকে প্রয়োজনীয় সতর্কতার সাথে শ্রমিক পাঠানো হয় হাওর অঞ্চলে।
বিজনেস বাংলাদেশ/ শেখ


























