প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের কারণে বাজেট ঘোষণা পেছাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৭ মে) এক অডিও বার্তায় তিনি এ কথা জানান।
জানা গেছে, এবারের বাজেট আগামী ১১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপনের প্রস্তুতি শুরু করেছে সরকার।
আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রতি বছর বাজেট প্রণয়নের আগে প্রখ্যাত ব্যক্তিবর্গ, দেশবরেণ্য অর্থনীতিবিদ, এনজিওসহ বিভিন্ন ধরনের মানুষের পরামর্শ নেয়া হতো এবং তারপর তা ঘোষণা করা হতো। এতে বাজেটটার গ্রহণযোগ্যতা বাড়তো জনগণের কাছে। কিন্তু এবার সে সুযোগ আমরা পাচ্ছি না। আমরা দীর্ঘদিনের এ নিয়ম এবার বাস্তবায়ন করতে পারছি না।
তিনি বলেন, তবে এবার বাজেট বিষয়ে অনলাইনে ব্যবসায়ী, অর্থনীতিবিদ, এনজিওদের যুক্ত করার চেষ্টা করছি। এজন্য ওয়েবসাইটে আমরা পরামর্শ নিচ্ছি। দলমত নির্বিশেষে দেশের সব নাগরিক সামনের বাজেটটি কীভাবে দেখতে চান, এ ব্যাপারে তাদের মতামত চাচ্ছি। আমরা তাদের আশ্বস্ত করতে পারি। তাদের সব ধরনের প্রস্তাব আমরা পড়বো। যতগুলো সম্ভব আমরা গ্রহণ করবো। যেগুলা এবার গ্রহণ করতে পারবো না, সেগুলো আগামী বছরের জন্য রেখে দেয়া হবে।’
অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রভাবে বাজেট দেরি হবে না। বাজেট পেছাবে না। বাজেট পেছানোর উপায় নেই। সংবিধান যেভাবে চায় সেভাবেই বাজেট হবে। আমাদের অনেক চলমান প্রকল্প আছে সেগুলা শেষ করতে হবে। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। আমরা বছরটা যেভাবে শুরু করেছিলাম সেভাবে শেষ করতে পারছি না। তিনি বলেন, প্রথম আট মাস আমরা ভালোভাবে কাটিয়েছি। এখন শেষ চার মাস খারাপ যাচ্ছে। দেশবাসীর জন্য দোয়া করছি। আমিও দোয়া চাচ্ছি। সবার জন্য দোয়া করছি, সবাই যেন করোনামুক্ত থাকতে পারি।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























