করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে অনলাইনে ক্লাস নেবার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
কিন্তু ‘প্রযুক্তিগত ত্রুটি’ ও ‘শিক্ষার্থীদের আর্থিক অবস্থার’ কথা চিন্তা করে অনলাইন লাইভ ক্লাসে যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো.আখতারুজ্জামান ভার্চুয়াল মিটিং এ্যাপ ‘জুম’ এর মাধ্যমে বিভিন্ন অনুষদের ডিনদের সাথে এক সভা করে এই সিদ্ধান্ত নেন।
সভায় বিভিন্ন অনুষদের ডিন ছাড়াও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমেদ ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সামাদ উপস্থিত ছিলেন।
তবে অনির্ধারিত এই ছুটি আরও দীর্ঘায়িত হলে প্রযুক্তিগত অবকাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করে অনলাইন ক্লাস নেওয়া যেতে পারে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চলে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে।
ইন্টারনেট এ্যাকসেসসহ অন্যান্য আধুনিক সুবিধা না থাকায় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ গ্রহণে সক্ষম নয়। প্রযুক্তিগত ত্রুটি ছাড়াও সভায় শিক্ষার্থীদের আর্থিক অস্বচ্ছলতার দিকটিও বলা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


























