করোনার এই ক্লান্তিকালে মানব সেবায় নেমেছে শেরপুর উপজেলার সরকারি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাজকল্যাণমূলক সংগঠন ” পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব শেরপুর (পুসাস) “। যা সর্বদাই মানব কল্যাণে নিয়োজিত।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) সকাল দশটায় উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে বর্তমান পরিস্থিতিতে মানবেতর জীবন যাপনকারী মানুষের মাঝে উপহার সামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ প্রদান করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব লিয়াকত আলী সেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ আমির হামজা, ভেটেরিনারি সার্জন ডাঃ রায়হান পিএএ, শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারি রেজিস্ট্রার জনাব ডাঃ অমিত কুমার লাহা, সহকারি কমিশনার (ভূমি) জনাব জামশেদ আলম রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শাহ জামাল সিরাজী।
এছাড়াও সহকারি পুলিশ সুপার-শেরপুর সার্কেল গাজিউর রহমান,পুসাসের সভাপতি তাওহীদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পুসাসের অন্যান্য সদস্যবৃন্দ মাহফুজুর রহমান শিশির, তুষার,সাব্বির, সৌকত শামীম, সৌরভ,মামুন, উম্মে হুমায়রা আশা, কণা রাণী পাল, মেহেদী হাসান হীরা প্রমুখ ।
পুসাসের সভাপতি তাওহীদুল ইসলাম সুমন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে যতদিন সম্ভব তাদের এই উপহার সামগ্রী প্রদান অব্যাহত থাকবে।





















