০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

অসহায় কর্মচারীদের ১২ লক্ষ টাকার অনুদান দেবে রাবি শিক্ষক সমিতি

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত অসহায় অস্থায়ী কর্মচারীদের ১২ লক্ষ টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

গত শনিবার একটা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম খান ।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগে কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী (মাষ্টার রোল নয়) এবং এবং ক্যাম্পাসে অস্থায়ী দোকানের কর্মচারীসহ স্বল্প বেতনধারী সর্বোমোট ৬০০ (ছয়শত) জনকে প্রত্যেককে ২০০০/- (দুই হাজার) টাকা করে মোট ১২ (বার) লক্ষ টাকা প্রদান করা হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর ও মেহেচন্ডীর অসহায় মানুষের সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশন মাননীয় মেয়র নগর পিতা এ.এইচ.এম খাইরুজ্জামান লিটন এর তহবিলে ০৫ (পাঁচ) টন চাল এবং রাজশাহী জেলা প্রশাসনকে ০৫ (পাঁচ) টন চাল প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের কর্মরত অস্থায়ী দোকাদার এবং দোকানের কর্মচারীদেরকে মোট ৮০ (আশি) জনকে পরবর্তী সপ্তাহে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

উদ্যোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আশরাফুল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের সকল শিক্ষকদের বিষয়টা অবহিত করি। বিশ্ববিদ্যালয়ে স্বল্প বেতনধারী কর্মচারী ও অসহায় দোকানের কর্মচারীদের পাশে দাড়ানো যায় কিনা। পরে শিক্ষকদের আশানুরূপ সাড়া পাই। এবং এউদ্যোগ গ্রহন করি।

ইতোমধ্য, আমরা অসহায় কর্মচারিদের তালিকা তৈরী করেছি। এবং দুই/একদিনের মধ্যেই বিতরণ করা হবে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অসহায় কর্মচারীদের ১২ লক্ষ টাকার অনুদান দেবে রাবি শিক্ষক সমিতি

প্রকাশিত : ০২:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত অসহায় অস্থায়ী কর্মচারীদের ১২ লক্ষ টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

গত শনিবার একটা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম খান ।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগে কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী (মাষ্টার রোল নয়) এবং এবং ক্যাম্পাসে অস্থায়ী দোকানের কর্মচারীসহ স্বল্প বেতনধারী সর্বোমোট ৬০০ (ছয়শত) জনকে প্রত্যেককে ২০০০/- (দুই হাজার) টাকা করে মোট ১২ (বার) লক্ষ টাকা প্রদান করা হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর ও মেহেচন্ডীর অসহায় মানুষের সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশন মাননীয় মেয়র নগর পিতা এ.এইচ.এম খাইরুজ্জামান লিটন এর তহবিলে ০৫ (পাঁচ) টন চাল এবং রাজশাহী জেলা প্রশাসনকে ০৫ (পাঁচ) টন চাল প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের কর্মরত অস্থায়ী দোকাদার এবং দোকানের কর্মচারীদেরকে মোট ৮০ (আশি) জনকে পরবর্তী সপ্তাহে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

উদ্যোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আশরাফুল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের সকল শিক্ষকদের বিষয়টা অবহিত করি। বিশ্ববিদ্যালয়ে স্বল্প বেতনধারী কর্মচারী ও অসহায় দোকানের কর্মচারীদের পাশে দাড়ানো যায় কিনা। পরে শিক্ষকদের আশানুরূপ সাড়া পাই। এবং এউদ্যোগ গ্রহন করি।

ইতোমধ্য, আমরা অসহায় কর্মচারিদের তালিকা তৈরী করেছি। এবং দুই/একদিনের মধ্যেই বিতরণ করা হবে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ