০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ক্যান্সারে আক্রান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন

‌‌‘আমার একটায় সন্তান বাবা। অনেক কষ্টে লেখাপড়া শিখেয়েছি। আশা ছিল ছেলেটা একদিন অনেক বড় হয়ে সংসারের হাল ধরবে। তা বুঝি আর হলোনা।’ কান্নাজড়িত কণ্ঠে এমন কথাগুলোই ব্যক্ত করছিলেন ক্যান্সারে আক্রান্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিংকন হাসানের মা শেফালী বেগম।

তিনি জানান, গত বছরের ডিসেম্বরে প্রাথমিক চিকিৎসা শেষে ‘fibrosercoma’ নামক মুখের ক্যান্সার হয়েছে বলে জানান চিকিৎসকরা। পরে তাদের পরামর্শ অনুযায়ী চলতি বছরের ২২ জানুয়ারি টিউমার অপারেশন করা হয় এবং ইতোমধ্যে ৩ বার ক্যামোথেরাপি দেওয়া হয়েছে। এতে ৬ থেকে ৭ লক্ষ টাকা খরচ হয়েছে। এবার রেডিও থেরাপির জন্য অনেক টাকার প্রয়োজন বলে ডাক্তাররা জরুরী নির্দেশ দিয়েছেন বলেও জানান শেফালি বেগম।

জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের মালয়েশিয়ান প্রবাসী আব্দুর রশিদ ও গৃহিনী শেফালী বেগমের একমাত্র সন্তান লিংকন হাসান সজিব। তাদের সামান্য যেটুকু জমি ছিল তা বিক্রি করে ছেলের চিকিৎসায় ব্যয় করেছেন। মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করে ছেলের লেখাপড়ার খরচ ও সংসারের খরচ চালাতেন লিংকনের বাবা। কিন্তু করোনাকালীন মহামারীতে আয় বন্ধ থাকায় ছেলের চিকিৎসার জন্য বিপুল অর্থ সংগ্রহ করতে না পারায় দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন তার বাবা-মা।

এবিষয়ে শাহীদ হাসান (সীদ) বলেন,
আমরা একই পরিবারের (বিশ্ববিদ্যালয়ের ) সদস্য, আমাদের এই পরিবারে একজন সদস্য আজ জীবন ঝুঁকিতে। তাই পরিবারের দ্বায়িত্বশীল সদস্য হিসাবে তার পাশে দাঁড়ানোটা আমাদের সকলের কর্তব্য। আসুন আমরা যে যা পারি লিংকনকে সাহায্য করি।

সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিত্ত্ব এবং তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সহযোগিতায় আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে লিংকন। সবার সহযোগিতায় বেঁচে যাবে একটি জীবন। স্বপ্ন পূরণ হবে কূলহারা হতভাগিনী বাবা-মায়ের। তাই যে কেউ সহযোগিতা করতে চাইলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন। ০১৭৮০৫৩১৬৮৮ (লিংকনের মা)।

বিকাশ: ০১৭৫১৪৮৪২৪৯ (ব্যক্তিগত নাম্বার)
রকেট: ০১৮৭৫৮৯৪৭২২৭( ব্যক্তিগত নাম্বার)
সোনালী ব্যাংক এ্যাকাউন্ট: ৫১১৬০০২২৫২১১৩

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ক্যান্সারে আক্রান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত : ০২:৫০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০

‌‌‘আমার একটায় সন্তান বাবা। অনেক কষ্টে লেখাপড়া শিখেয়েছি। আশা ছিল ছেলেটা একদিন অনেক বড় হয়ে সংসারের হাল ধরবে। তা বুঝি আর হলোনা।’ কান্নাজড়িত কণ্ঠে এমন কথাগুলোই ব্যক্ত করছিলেন ক্যান্সারে আক্রান্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিংকন হাসানের মা শেফালী বেগম।

তিনি জানান, গত বছরের ডিসেম্বরে প্রাথমিক চিকিৎসা শেষে ‘fibrosercoma’ নামক মুখের ক্যান্সার হয়েছে বলে জানান চিকিৎসকরা। পরে তাদের পরামর্শ অনুযায়ী চলতি বছরের ২২ জানুয়ারি টিউমার অপারেশন করা হয় এবং ইতোমধ্যে ৩ বার ক্যামোথেরাপি দেওয়া হয়েছে। এতে ৬ থেকে ৭ লক্ষ টাকা খরচ হয়েছে। এবার রেডিও থেরাপির জন্য অনেক টাকার প্রয়োজন বলে ডাক্তাররা জরুরী নির্দেশ দিয়েছেন বলেও জানান শেফালি বেগম।

জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের মালয়েশিয়ান প্রবাসী আব্দুর রশিদ ও গৃহিনী শেফালী বেগমের একমাত্র সন্তান লিংকন হাসান সজিব। তাদের সামান্য যেটুকু জমি ছিল তা বিক্রি করে ছেলের চিকিৎসায় ব্যয় করেছেন। মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করে ছেলের লেখাপড়ার খরচ ও সংসারের খরচ চালাতেন লিংকনের বাবা। কিন্তু করোনাকালীন মহামারীতে আয় বন্ধ থাকায় ছেলের চিকিৎসার জন্য বিপুল অর্থ সংগ্রহ করতে না পারায় দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন তার বাবা-মা।

এবিষয়ে শাহীদ হাসান (সীদ) বলেন,
আমরা একই পরিবারের (বিশ্ববিদ্যালয়ের ) সদস্য, আমাদের এই পরিবারে একজন সদস্য আজ জীবন ঝুঁকিতে। তাই পরিবারের দ্বায়িত্বশীল সদস্য হিসাবে তার পাশে দাঁড়ানোটা আমাদের সকলের কর্তব্য। আসুন আমরা যে যা পারি লিংকনকে সাহায্য করি।

সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিত্ত্ব এবং তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সহযোগিতায় আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে লিংকন। সবার সহযোগিতায় বেঁচে যাবে একটি জীবন। স্বপ্ন পূরণ হবে কূলহারা হতভাগিনী বাবা-মায়ের। তাই যে কেউ সহযোগিতা করতে চাইলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন। ০১৭৮০৫৩১৬৮৮ (লিংকনের মা)।

বিকাশ: ০১৭৫১৪৮৪২৪৯ (ব্যক্তিগত নাম্বার)
রকেট: ০১৮৭৫৮৯৪৭২২৭( ব্যক্তিগত নাম্বার)
সোনালী ব্যাংক এ্যাকাউন্ট: ৫১১৬০০২২৫২১১৩