করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্দ্যোগের পাশাপাশি করোনার ছুটি চলাকালীন এবার আবাসিক হলের সীট ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৬ মে) বিকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও শহীদ মুখতার ইলাহী হলের জন্য এই আদেশ কার্যকরী হবে।
প্রভোস্ট কমিটির সদস্য-সচিব ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের এই সংকটকালে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রভোস্ট কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছুটির সময় সিট ভাড়া মওকুফের সুপারিশ করেছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে।





















