০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

অসহায় মানুষের পাশে ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলা

করোনা ভাইরাস ( কোভিড -১৯) সংক্রমণে কারণে স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। দিনের পর দিন আক্রান্তের – মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সংক্রমণ প্রতিরোধে জেলায় জেলায় চলছে লকডাউন।
ফলে বেড়ে গেছে কর্মহীন মানুষের সংখ্যা স্থবির হয়ে গেছপ দেশের অর্থনৈতিক চাকা। যার ভয়াল প্রভাব পড়েছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের উপর।
অনাহার- অর্ধাহারে থাকা এসব মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দিতে’ Your Smile, Our Happiness ‘প্রজেক্ট কে সামনে রেখে এগিয়ে এসেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বরিশাল জেলা।
মানবসেবায় সর্বদা সচেষ্ট ভিবিডি বরিশাল জেলার ভলান্টিয়াররা চাল-ডালসহ ১০ দিনের নিত্য প্রয়োজনীয় আহার সামগ্রী বেশ কয়েকটি পরিবারের মাঝে বিতরণ করেছে।
সংগঠনের ভলান্টিয়ার নাভিদ নাসিফ বলেন,”যতটুকু সম্ভব ভিবিডির পক্ষ থেকে সহায়তার চেষ্টা করেছি।প্রয়োজনের তুলনায় খুবই সামান্য সহায়তা করা গেছে,বহু মানুষের এখনো প্রয়োজন। দেশের এমন পরিস্থিতিতে সবারই উচিৎ নিজ নিজ জায়গা থেকে মানুষকে সহায়তা করা।

 

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অসহায় মানুষের পাশে ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলা

প্রকাশিত : ১০:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
করোনা ভাইরাস ( কোভিড -১৯) সংক্রমণে কারণে স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। দিনের পর দিন আক্রান্তের – মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সংক্রমণ প্রতিরোধে জেলায় জেলায় চলছে লকডাউন।
ফলে বেড়ে গেছে কর্মহীন মানুষের সংখ্যা স্থবির হয়ে গেছপ দেশের অর্থনৈতিক চাকা। যার ভয়াল প্রভাব পড়েছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের উপর।
অনাহার- অর্ধাহারে থাকা এসব মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দিতে’ Your Smile, Our Happiness ‘প্রজেক্ট কে সামনে রেখে এগিয়ে এসেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বরিশাল জেলা।
মানবসেবায় সর্বদা সচেষ্ট ভিবিডি বরিশাল জেলার ভলান্টিয়াররা চাল-ডালসহ ১০ দিনের নিত্য প্রয়োজনীয় আহার সামগ্রী বেশ কয়েকটি পরিবারের মাঝে বিতরণ করেছে।
সংগঠনের ভলান্টিয়ার নাভিদ নাসিফ বলেন,”যতটুকু সম্ভব ভিবিডির পক্ষ থেকে সহায়তার চেষ্টা করেছি।প্রয়োজনের তুলনায় খুবই সামান্য সহায়তা করা গেছে,বহু মানুষের এখনো প্রয়োজন। দেশের এমন পরিস্থিতিতে সবারই উচিৎ নিজ নিজ জায়গা থেকে মানুষকে সহায়তা করা।