করোনা ভাইরাস মহামারিতে সংকটে পড়া সাড়ে তিনশ শিক্ষার্থী পরিবারকে ‘ভালোবাসার ঈদ উপহার’ পৌঁছে দিয়েছেন নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড।
এ কার্যক্রমে সহযোগিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। সুন্দরবন কুরিয়ার যোগে সারাদেশে এসব উপহার পাঠানো হয়েছে।
মানুষের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে তারা এ উপহারের নাম দিয়েছেন ‘ভালোবাসার ঈদ উপহার।’ ক্লাব নটরডেমিয়ান্স ‘ সামাজিক দায়বদ্ধতার’ থেকে করোনা দুর্যোগ কালের শুরু থেকেই এই কাজ করে যাচ্ছেন।এর আগে ক্লাবের পক্ষ হতে ৫০০ দরিদ্র পরিবারে খাদ্য সহযোগিতা, আবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের আর্থিক সাহায়তা, ডাক্তারদের জন্য ২০০ পিপিই,৫০০০ মাস্ক বিতরন করেছেন।
সাদ বিন কাদের চৌধুরে বলেন, এই সংকটে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা ঈদ কাটাবে কেমন করে।এই চিন্তা থেকে আমরা এই সহযোগিতা কার্যক্রম শুরু করি।অনলাইনে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী আবেদন করেন।আমরা তাদের কাছে এই উপহার পৌঁছে দেয়।
বিজনেস বাংলাদেশ / আতিক





















