মেট্রো রেলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার প্রতিবাদ জানিয়ে কাটা গাছের পাশে নতুন গাছের চারা লাগিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আর সেই গাছের চারাতে বেড়া দিয়েছে ছাত্র ইউনিয়ন। কয়েক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বড় বড় গাছ কেটে ফেলে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য কানেতা ইয়া লাম-লাম ও মনসুরা আহমেদ গাছের চারা গুলো রোপন করেন।
ছাত্রদল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্ত্বর পর্যন্ত নিম,বকুল ও পেয়ারা গাছের চারা রোপন করা হয়েছে। শুক্রবার গাছ গুলোতে বেড়া দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন,আমাদের দলের দুই জন নেত্রী চারা গুলো লাগিয়েছে।এরপর এতে বেড়া দিয়েছেন ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতা।তারাও গাছ কাটার প্রতিবাদে আমাদের পাশে দাঁড়িয়েছেন।
বিজনেস বাংলাদেশ / আতিক





















