করোনা ভাইরাস সঙ্কটে সেহরি, ইফতার এবং ঈদ উপহার নিয়ে দুঃস্থদের পাশে দাড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাহাত বিন মামুন। করোনা সংকটে নিজ এলাকা মিরপুরে সুবিধাবঞ্চিত এবং সাময়িক বিপর্যস্ত প্রায় শতাধিক মানুষের পাশে দুইদিন ইফতার এবং একদিন রাতের আধারে সেহরি পৌঁছে দেন রাহাত।
পরবর্তীতে তিনি প্রায় ৫০ জনকে সাধ্যমত ঈদ উপহার পৌঁছে দেন। ঈদ উপহার প্যাকেজে রেখেছিলেন নতুন জামা সহ পোলাও চাল এক কেজি, সেমাই এক প্যাকেট, চিনি এক প্যাকেট এবং দুধ এক প্যাকেট।
এ বিষয়ে রাহাত বিন মামুন দৈনিক বিজনেস বাংলাদেশকে বলেন, ” আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে দেশের এই ক্রান্তিলগ্নে আমার সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। করোনা সংকট মোকাবিলায় আমাদের সকলেরই সাধ্যমত এগিয়ে আসা উচিত। শুধু নিজে সুখে থাকাতেই সুখ নেই, আশেপাশের মানুষকে নিয়ে সুখে থাকাতেই প্রকৃত সুখ নিহিত”





















