নোয়াখালীতে চিকিৎসক, পুলিশ, নার্স, স্বাস্থ্যকর্মী, পত্রিকার হকার ও শিশুসহ আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৪১ জন।
বৃহস্পতিবার বিকালে দাস বিজনেস বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে সদরে ২৮, সেনবাগে ২০, বেগমগঞ্জে ১৪ ও চাটখিল উপজেলায় ১০ জন রোগী রয়েছেন। জেলায় মোট আক্রান্ত ৮৪১ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন। আইসোলেশনে রয়েছেন ৭৩২ জন রোগী।সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন জানান, নতুন আক্রান্ত ২৮ জনের মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালের ২ চিকিৎসক, ৩ নার্স ও দুই বছরের এক শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯ জন পুলিশ সদস্য রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, থানার ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে তিনজন উপ-পরিদর্শক ও নয়জন কনস্টেবল রয়েছেন। তাদের কোভিড হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















