০১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জে করোনা জয়ী ১০ কারারক্ষীকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ কারাগারের ১০ করোনা জয়ী কারারক্ষীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় তাদের কর্মস্থলে ফুল দিয়ে বরণ করে নেয় কারা কর্তৃপক্ষ।

জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানিয়েছেন, গত ১৯ মে থেকে ওই ১০ কারারক্ষী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন চিকিৎসা নেয়ার পর সম্প্রতি পরপর দুবার করে তাদের টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে হাসপাতাল থেকে সুস্থ ঘোষণার ছাড়পত্র দেয়া হয়।

এ কারাগারের মোট ১১৭ জন কারারক্ষীর নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। তারা সবাই জেলা করোনা হাসপাতাল ও কারাগারের অভ্যন্তরে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।

এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন এবং ২৪ জন এখনো আইসোলেশনে রয়েছেন। আক্রান্তরা সবাই ভালো আছেন এবং সুস্থতার পথে।

জানা গেছে, নারায়ণগঞ্জ কারাগারে এখন বন্দি সংখ্যা প্রায় ১ হাজার ৭০০ জন। এ ছাড়া কারাগারে কর্মরত কারারক্ষীসহ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন প্রায় ৩০০ জন। তবে এখন পর্যন্ত কোন বন্দি করোনায় আক্রান্ত হননি।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ৩৩ আফগান সন্ত্রাসী নিহত

নারায়ণগঞ্জে করোনা জয়ী ১০ কারারক্ষীকে সংবর্ধনা

প্রকাশিত : ০৪:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

নারায়ণগঞ্জ কারাগারের ১০ করোনা জয়ী কারারক্ষীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় তাদের কর্মস্থলে ফুল দিয়ে বরণ করে নেয় কারা কর্তৃপক্ষ।

জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানিয়েছেন, গত ১৯ মে থেকে ওই ১০ কারারক্ষী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন চিকিৎসা নেয়ার পর সম্প্রতি পরপর দুবার করে তাদের টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে হাসপাতাল থেকে সুস্থ ঘোষণার ছাড়পত্র দেয়া হয়।

এ কারাগারের মোট ১১৭ জন কারারক্ষীর নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। তারা সবাই জেলা করোনা হাসপাতাল ও কারাগারের অভ্যন্তরে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।

এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন এবং ২৪ জন এখনো আইসোলেশনে রয়েছেন। আক্রান্তরা সবাই ভালো আছেন এবং সুস্থতার পথে।

জানা গেছে, নারায়ণগঞ্জ কারাগারে এখন বন্দি সংখ্যা প্রায় ১ হাজার ৭০০ জন। এ ছাড়া কারাগারে কর্মরত কারারক্ষীসহ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন প্রায় ৩০০ জন। তবে এখন পর্যন্ত কোন বন্দি করোনায় আক্রান্ত হননি।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ