১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

কাবাঘর তাওয়াফ থেকে ছেলের নাম রাখা: আশরাফুল

নতুন অতিথির নাম জানালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 

আশরাফুল জানান, ছেলের নাম রেখেছেন মোহাম্মদ তাওয়াফ আদভি। তাওয়াফ নামটি রেখেছেন তিনি। আর আদভি রেখেছেন তার স্ত্রী।

এই নামের ব্যাখ্যায় তিনি বলেন, হজ্জের সময় মক্কায় যে কাবাঘর তাওয়াফ করা হয়, সেখান থেকেই নামটা এসেছে।

গত ২৯ মে রাজধানীর একটি হাসপাতালে আশরাফুল ও আনিকা তাসনিম দম্পতির ঘর আলো করতে আসে পুত্র সন্তান। সেই সুবাদে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথমবার বাবা হওয়ার গৌরব অর্জন করেন দেশের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। প্রথম সন্তান আরিবা তাসনিম তুবা নামের বেলায় আবিরা নামটা রেখেছিলেন আশরাফুলের স্ত্রী। আর তুবা রেখেছিলেন তাঁর বাবা।

মোহাম্মদ আশরাফুল জানান, ছেলের নাম রাখার ক্ষেত্রে স্ত্রী কন্যার আরিবা নামের সঙ্গে মিলিয়ে রেখেছেন আদভি। আর আমি চেয়েছিলাম ‘ত’ বর্ণ দিয়ে নাম রাখতে। কারণ বোন ও ভাইয়ের ছেলে-মেয়েদের নামও ‘ত’ দিয়ে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

কাবাঘর তাওয়াফ থেকে ছেলের নাম রাখা: আশরাফুল

প্রকাশিত : ০১:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

নতুন অতিথির নাম জানালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 

আশরাফুল জানান, ছেলের নাম রেখেছেন মোহাম্মদ তাওয়াফ আদভি। তাওয়াফ নামটি রেখেছেন তিনি। আর আদভি রেখেছেন তার স্ত্রী।

এই নামের ব্যাখ্যায় তিনি বলেন, হজ্জের সময় মক্কায় যে কাবাঘর তাওয়াফ করা হয়, সেখান থেকেই নামটা এসেছে।

গত ২৯ মে রাজধানীর একটি হাসপাতালে আশরাফুল ও আনিকা তাসনিম দম্পতির ঘর আলো করতে আসে পুত্র সন্তান। সেই সুবাদে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথমবার বাবা হওয়ার গৌরব অর্জন করেন দেশের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। প্রথম সন্তান আরিবা তাসনিম তুবা নামের বেলায় আবিরা নামটা রেখেছিলেন আশরাফুলের স্ত্রী। আর তুবা রেখেছিলেন তাঁর বাবা।

মোহাম্মদ আশরাফুল জানান, ছেলের নাম রাখার ক্ষেত্রে স্ত্রী কন্যার আরিবা নামের সঙ্গে মিলিয়ে রেখেছেন আদভি। আর আমি চেয়েছিলাম ‘ত’ বর্ণ দিয়ে নাম রাখতে। কারণ বোন ও ভাইয়ের ছেলে-মেয়েদের নামও ‘ত’ দিয়ে।

বিজনেস বাংলাদেশ/ এ আর