০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

শাকিবকে নিয়ে একি বললেন অপু 

এতোকিছুর পরও এফডিসিতে বাংলাদেশ ফিল্ম ক্লাবের দেয়া সম্মাননা গ্রহণ করার সময় শাকিব খানের জন্য দোয়া চেয়েছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে আমার প্রায় প্রতিটি সিনেমাই দর্শক ভালোবেসে গ্রহণ করেছে। শ্রেষ্ঠ জুটি হিসেবে আমাদের সম্মানিত করায় আমি ফিল্ম ক্লাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ‘চলচ্চিত্রের এই গুণীজনদের কাছে চলচ্চিত্র, আমার পরিবার, আমার সন্তানের জন্য দোয়া কামনা করছি। ফিল্ম ক্লাবকে ধন্যবাদ এত সুন্দর পরিকল্পিত একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।’

কিভাবে সম্ভব শাকিবের জন্য অপুর এভাবে দোয়া চাওয়াটা। কিভাবে পারলো অপু।

এ বছর শোবিজ অঙ্গনজুড়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল অপু বিশ্বাস-শাকিবের বিয়ে, সন্তান, দাম্পত্য আর ভাঙন। পরস্পরের বিরুদ্ধে বহু অভিযোগ শাকিব-অপু প্রকাশ্যেই করেছেন। শাকিবের দোষের পাল্লা ভারী হওয়াই সবাই অপুর পক্ষ নিয়েছিলেন। নয় বছরের সংসারে জন্ম নেয়া একমাত্র সন্তান আব্রাম খান জয়ের মুখও শাকিব দেখতে চাননি।

শাকিবের সঙ্গে সংসার করার জন্য ক্যারিয়ার ছাড়তেও রাজি ছিলেন অপু। তারপরও অপুকেও তালাকনামা পাঠিয়েছেন শাকিব। দেনমোহর নিয়েও কম কাদা ছোড়াছুড়ি হয়নি। সবাই চাই ঢালিউডের সফল জুটির মতো সংসার জীবনেও সফল হোক শাকিব-অপু জুটি।

কিন্তু যে মানুষটি বারবার জীবনটাকেই ঝুঁকিতে ফেলেছেন, অ্যাবরশন করানো ঝুঁকিপূর্ণ জেনেও স্ত্রীকে বারবার হাসপাতালে পাঠিয়েছেন, প্রকাশ্যে তার বিরুদ্ধে নানা অপবাদ দিয়েছেন তার জন্য কিভাবে দোয়া চাইতে পারেন অপু?

কিন্তু তারপরও অনুষ্ঠানে শাকিব খানের জন্য দোয়া চাইলেন অপু। আর এখানেই নারী হিসেবে মহত্বের পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। বগুড়াবাসী তার জন্য নিয়মিত দোয়া প্রার্থনা করেন। সেইসাথে অপুর ভক্তরাও তার জন্য দোয়া করেন যেন অপু শান্তিতে থাকেন, ভালো থাকেন।

শাকিবকে নিয়ে একি বললেন অপু 

প্রকাশিত : ০১:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭

এতোকিছুর পরও এফডিসিতে বাংলাদেশ ফিল্ম ক্লাবের দেয়া সম্মাননা গ্রহণ করার সময় শাকিব খানের জন্য দোয়া চেয়েছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে আমার প্রায় প্রতিটি সিনেমাই দর্শক ভালোবেসে গ্রহণ করেছে। শ্রেষ্ঠ জুটি হিসেবে আমাদের সম্মানিত করায় আমি ফিল্ম ক্লাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ‘চলচ্চিত্রের এই গুণীজনদের কাছে চলচ্চিত্র, আমার পরিবার, আমার সন্তানের জন্য দোয়া কামনা করছি। ফিল্ম ক্লাবকে ধন্যবাদ এত সুন্দর পরিকল্পিত একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।’

কিভাবে সম্ভব শাকিবের জন্য অপুর এভাবে দোয়া চাওয়াটা। কিভাবে পারলো অপু।

এ বছর শোবিজ অঙ্গনজুড়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল অপু বিশ্বাস-শাকিবের বিয়ে, সন্তান, দাম্পত্য আর ভাঙন। পরস্পরের বিরুদ্ধে বহু অভিযোগ শাকিব-অপু প্রকাশ্যেই করেছেন। শাকিবের দোষের পাল্লা ভারী হওয়াই সবাই অপুর পক্ষ নিয়েছিলেন। নয় বছরের সংসারে জন্ম নেয়া একমাত্র সন্তান আব্রাম খান জয়ের মুখও শাকিব দেখতে চাননি।

শাকিবের সঙ্গে সংসার করার জন্য ক্যারিয়ার ছাড়তেও রাজি ছিলেন অপু। তারপরও অপুকেও তালাকনামা পাঠিয়েছেন শাকিব। দেনমোহর নিয়েও কম কাদা ছোড়াছুড়ি হয়নি। সবাই চাই ঢালিউডের সফল জুটির মতো সংসার জীবনেও সফল হোক শাকিব-অপু জুটি।

কিন্তু যে মানুষটি বারবার জীবনটাকেই ঝুঁকিতে ফেলেছেন, অ্যাবরশন করানো ঝুঁকিপূর্ণ জেনেও স্ত্রীকে বারবার হাসপাতালে পাঠিয়েছেন, প্রকাশ্যে তার বিরুদ্ধে নানা অপবাদ দিয়েছেন তার জন্য কিভাবে দোয়া চাইতে পারেন অপু?

কিন্তু তারপরও অনুষ্ঠানে শাকিব খানের জন্য দোয়া চাইলেন অপু। আর এখানেই নারী হিসেবে মহত্বের পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। বগুড়াবাসী তার জন্য নিয়মিত দোয়া প্রার্থনা করেন। সেইসাথে অপুর ভক্তরাও তার জন্য দোয়া করেন যেন অপু শান্তিতে থাকেন, ভালো থাকেন।