মুজিববর্ষ উপলক্ষে ৩২ প্রজাতির ২১ হাজার গাছের চারা রোপন ও বিতরন করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এ কাজে সহায়তা করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি। বৃহস্পতিবার ১৬ জুলাই গাছের চারা রোপন কর্মসূচী ২০২০ এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা এ বছর মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে মোট ৩২ প্রজাতির ফলজ, বনজ, ঔষধী ও সৌন্দর্য বর্ধনকারী ২১ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করবো। এছাড়া আগামী বছরও সমপরিমান গাছের চারা রোপন ও বিতরণের কর্মসূচী হাতে নিয়েছি। আমরা আমাদের কর্মসূচীতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সস্টিটিউট (বিএফআরআই) ও বাংলাদেশ ধান পরমাণু গবেষণা ইন্সস্টিটিউট (বিনাকে) অন্তর্ভুক্ত করেছি। আমাদের এ কাজে সহযোগিতায় এগিয়ে এসেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃক্ষ রোপন কর্মসূচীর আহবায়ক ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.এ.কে.এম. জাকির হোসেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন বিভাগের প্রধান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন সংগঠন, শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, অফিসার পরিষদ, বিভিন্ন ছাত্র সংগঠন, তৃতীয় শ্রেণী কর্মচারি পরিষদ , কারিগরি কর্মচারি সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতির নেতৃবৃন্দ এ সময় বৃক্ষ রোপনে অংশ নেয়।
বিজনেস বাংলাদেশ/আতিক