০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

৩২ মণের সুলতানের দাম হাঁকাচ্ছেন ৮ লাখ

ছবি সংগৃহীত

পাকিস্তানি বংশোদ্ভুত জেবু জাতের তিন বছর বয়সী শাহিওয়াল সুলতানের ওজন ৩২ মণ। লম্বায় ৮ ফুট, উচ্চতায় ৫ ফুট ৬ ইঞ্চি। চলাফেরা ও খাবারদাবারে নবাবি ভাব থাকায় ভালোবেসে গরুটির মালিক নাম রেখেছেন সুলতান।

কোরবানীর ঈদ উপলক্ষে শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ পশুর বাজার সরকারহাটে তোলা হয় সুলতানকে। সুদর্শন ও বিশাল শরীরের অধিকারী হওয়ায় হাটের উৎসুক জনতা সুলতানকে দেখতে ভিড় জমান।

বিশাল এই ষাঁড়ের মালিকের নাম রাসেল হাবিব। বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামে। তার খামার প্রতিষ্ঠানের নাম রায়হান এন্টারপ্রাইজ। গরুর মালিকের দাবি, আনোয়ারা উপজেলার সবচেয়ে বড় সাইজের গরুটিই হচ্ছে এই সুলতান।

ষাঁড়ের মালিক জানান, প্রায় চার বছর আগে তিনি নিজের খামারের একটি গাভীকে পাকিস্তান থেকে আমদানি করা উন্নতমানের সিমেনের মাধ্যমে কৃত্রিমভাবে প্রজনন করান। এভাবে একটি ষাঁড় বাছুরের জন্ম হয়। প্রতিদিন খড়, ভুসি ও উন্নতমানের খাদ্য খাওয়ানো হয়। আস্তে আস্তে ষাঁড় বাছুরটি বড়সড় হয়ে উঠে। বর্তমানে গরুটির ওজন ৩২ মণ।

তিন বছরে সুলতানের খাবার বাবদ খরচ পড়েছে সাড়ে তিন লাখ টাকার বেশি। আনুষঙ্গিক আরো এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়েছে। সুলতানের দাম ৮ লাখ টাকা হাঁকাচ্ছেন বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

৩২ মণের সুলতানের দাম হাঁকাচ্ছেন ৮ লাখ

প্রকাশিত : ০৪:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০

পাকিস্তানি বংশোদ্ভুত জেবু জাতের তিন বছর বয়সী শাহিওয়াল সুলতানের ওজন ৩২ মণ। লম্বায় ৮ ফুট, উচ্চতায় ৫ ফুট ৬ ইঞ্চি। চলাফেরা ও খাবারদাবারে নবাবি ভাব থাকায় ভালোবেসে গরুটির মালিক নাম রেখেছেন সুলতান।

কোরবানীর ঈদ উপলক্ষে শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ পশুর বাজার সরকারহাটে তোলা হয় সুলতানকে। সুদর্শন ও বিশাল শরীরের অধিকারী হওয়ায় হাটের উৎসুক জনতা সুলতানকে দেখতে ভিড় জমান।

বিশাল এই ষাঁড়ের মালিকের নাম রাসেল হাবিব। বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামে। তার খামার প্রতিষ্ঠানের নাম রায়হান এন্টারপ্রাইজ। গরুর মালিকের দাবি, আনোয়ারা উপজেলার সবচেয়ে বড় সাইজের গরুটিই হচ্ছে এই সুলতান।

ষাঁড়ের মালিক জানান, প্রায় চার বছর আগে তিনি নিজের খামারের একটি গাভীকে পাকিস্তান থেকে আমদানি করা উন্নতমানের সিমেনের মাধ্যমে কৃত্রিমভাবে প্রজনন করান। এভাবে একটি ষাঁড় বাছুরের জন্ম হয়। প্রতিদিন খড়, ভুসি ও উন্নতমানের খাদ্য খাওয়ানো হয়। আস্তে আস্তে ষাঁড় বাছুরটি বড়সড় হয়ে উঠে। বর্তমানে গরুটির ওজন ৩২ মণ।

তিন বছরে সুলতানের খাবার বাবদ খরচ পড়েছে সাড়ে তিন লাখ টাকার বেশি। আনুষঙ্গিক আরো এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়েছে। সুলতানের দাম ৮ লাখ টাকা হাঁকাচ্ছেন বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর