১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

সালমানকে বিয়ে ছাড়াই বাবা হওয়ার পরামর্শ রানীর

ইতিমধ্যে ৫২ পার করে দিলেও সালমান খান বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর’। খুব শীঘ্রই যে বিয়ে করবেন এমন লক্ষণও নেই। এবার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে বিয়ে না করার পরামর্শই দিয়েছেন রাণী মুখার্জী। তাকে বিয়ে ছাড়াই সন্তানের বাবা হতেও বলেছেন।

‘হিচকি’ ছবি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন রানী। বর্তমানে ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সালমান খান সঞ্চালিত ‘বিগ বস ১১’ এর অনুষ্ঠানেও সম্প্রতি এসেছিলেন রাণী। সেখানে সালমানকে বিয়ে ছাড়াই বাবা হওয়ার পরামর্শ দেন অভিনেত্রী।

মেয়ে আদিরার জন্য দীর্ঘদিন ছবির কাজ হাতে নেননি রাণী। মেয়ের বয়স দুই বছর হয়ে গেছে, রাণী ব্যস্ত হয়ে উঠেছেন কাজ নিয়ে। সালমানকে রাণী বলেন, তোমার বিয়ে করার দরকার নেই। তুমি বিয়ে ছাড়াই বাবা হও। তোমার সন্তান তোমার মতোই সুন্দর হবে। আর আমার মেয়ে আদিরাও একজন সঙ্গী পাবে।

 

বিজনেস বাংলাদেশ/০৬ জানুয়ারি ২০১৮/এফএ শোভন

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

সালমানকে বিয়ে ছাড়াই বাবা হওয়ার পরামর্শ রানীর

প্রকাশিত : ০৯:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮

ইতিমধ্যে ৫২ পার করে দিলেও সালমান খান বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর’। খুব শীঘ্রই যে বিয়ে করবেন এমন লক্ষণও নেই। এবার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে বিয়ে না করার পরামর্শই দিয়েছেন রাণী মুখার্জী। তাকে বিয়ে ছাড়াই সন্তানের বাবা হতেও বলেছেন।

‘হিচকি’ ছবি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন রানী। বর্তমানে ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সালমান খান সঞ্চালিত ‘বিগ বস ১১’ এর অনুষ্ঠানেও সম্প্রতি এসেছিলেন রাণী। সেখানে সালমানকে বিয়ে ছাড়াই বাবা হওয়ার পরামর্শ দেন অভিনেত্রী।

মেয়ে আদিরার জন্য দীর্ঘদিন ছবির কাজ হাতে নেননি রাণী। মেয়ের বয়স দুই বছর হয়ে গেছে, রাণী ব্যস্ত হয়ে উঠেছেন কাজ নিয়ে। সালমানকে রাণী বলেন, তোমার বিয়ে করার দরকার নেই। তুমি বিয়ে ছাড়াই বাবা হও। তোমার সন্তান তোমার মতোই সুন্দর হবে। আর আমার মেয়ে আদিরাও একজন সঙ্গী পাবে।

 

বিজনেস বাংলাদেশ/০৬ জানুয়ারি ২০১৮/এফএ শোভন