সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫জন যাত্রী নিহতের ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত সোমবার দুপুরে সিলেট বন্দর বাজার একটি মার্কেটের সামন থেকে গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিমের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে ।
গ্রেপ্তারকৃত বাস চালকের নাম জাহেদ আহমদ (৪৫)। সে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত আকবর আলির পুত্র।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইন-চার্জ হারুনূর রশীদ চৌধুরী।
উল্লেখ্য, গত ২৯আগস্ট শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সিলেট জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী এলাকার ওয়াসিমা সেন্টারের সামনে বড়লেখাগামী একটি বাসের সাথে গোলাপগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ৩জনের মৃত্যু হয়।
এছাড়াও আশংকাজনক অবস্থায় আরোও ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদেরও মৃত্যু হয়। এতে সিএনজি অটোরিকশা চালক সহ মোট ৫জন নিহত হন।
এ ঘটনায় ৩০আগস্ট গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৪/৩০-০৮-২০২০ইং।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















