র্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে জেলার দৌলতপুর থেকে ৩৯২ পিচ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-১২ কুষ্টিয়া জানাই, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারস্থ আদর্শ ফার্মেসীর মধ্যে মাদক অভিযান পরিচালনা করে। এ সময় ফার্মেসী তল্লাশী করে ট্যাপেন্টাডল গ্রæপের হেলথ কেয়ার ফার্মাসিটিউক্যাল লিঃ এর সিনটা-৫০ মিঃ গ্রাঃ ট্যাবলেট ২৫০ পিচ, সিনটা ৭৫ মিঃ গ্রাঃ ট্যাবলেট ৫০ পিচ, সিনটা-১০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট ১৯ পিচ,স্কয়ার ফার্মাসিটিউক্যাল লিঃ এর প্যান্টডল-১০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট ১০ পিচ, এসকেএফ ফার্মাসিটিউক্যাল এর টেপেন্টা-১০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট ৬৩ পিচ মোট ৩৯২ পিচ ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৭৮হাজার ৪’শ টাকা। সেই সাথে নগদ ৮হাজার ১৬২ টাকা, ২টি মোবাইল ফোন, সীমকার্ড-৩টিসহ দৌলতপুর উপজেলার গোপালপুর গ্রামের মোঃ আকবর হোসেন এর ছেলে মোঃ আলমগীর হোসেন (২৫) কে আটক করে। এ সময় গোপালপুর গ্রামের আরিফুল ইসলাম এর ছেলে মোঃ আক্তারুজ্জামান জনি (৪২) ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে আটককৃত আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















