ভোলা জেলা শহরের উকিল পাড়া এলাকায় আল-আমিন ইমন (৩০) নামের এক ব্যবসায়ীর উপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ইমন ভোলা সদর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে। হামলার পর গুরুতর আহত অবস্থায় ইমনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এই হামলার ঘটনায় উকিলপাড়ার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, শনিবার ৫ সেপ্টেম্বর দুপুরে যোহরের নামাজ পরে ইমন মসজিদ থেকে বের হলে একই এলাকার ইনু তার উপর ছুরি দিয়ে এই নির্মম হামলা চালায়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনার সাথে সাথে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করবো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















