০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

বিএমপি-জামাত ঐক্যবদ্ব হয়ে বরিশাল বিআরটিসি বাস ডিপোর সুনাম নষ্ট করতে বিভিন্ন দপ্তরে অভিযোগ

সরকারের সুনাম ক্ষুন্ন করার জন্য বিএমপি,জামাত ঐক্যবদ্ব প্রচেষ্টায় লিপ্ত। তারই ধারাবাহিকতায় বরিশাল বিআরটিসি বাস ডিপোকে ব্যবহার করে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার জামাতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীরনিকটতম আত্মীয় গুরুপ্ত পূর্ন দুটি পথ নিজে আগলে রেখেছেন। এছাড়া বিএমপি-জামাত ঐক্যবদ্ব হয়ে একটি চক্র সাবেক ম্যানেজার জামিল হোসেন,সাবেক ভারপ্রাপ্ত ফোরম্যান আমির হোসেনসহ সাবেক যত ম্যানেজার এসেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে সরকারের সুনাম ক্ষুন্য করার জন্য একটি চক্র উঠে পরেলেগেছে বলে অভিযোগ বরিশাল বিআরটিসি বাস ডিপোর সাধারন কর্মচারীদের।

এদিকে বিএমপি,জামাত ঐক্যবদ্ব একটি চক্র যে কোন ম্যানেজার আসলে তাদের কাছে মোটা অংকের মাসিক মাসোয়ারা চেয়ে বসে তা দিতে অপরাগতা প্রকাশ করলেই তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে বসে।

এদিকে নাম না প্রকাশ করার সত্ত্বে সূত্র বলেন, বিআরটিসি বরিশাল বাস ডিপোর ম্যানেজার জামিল হোসেনের দুর্নীতির তদন্তে সাক্ষী গ্রহণ করেছে অতিরিক্ত জেলা প্রশাসক। ২৭ আগস্টঅতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শহিদুল ইসলাম অভিযোগকারীসহ অভিযুক্তদের সাক্ষ্য গ্রহণ করেন। তার পরই বিআরটিসি বরিশাল বাস ডিপোর সেই বিএমপি,জামাত ঐক্যবদ্ব চক্রটি (অভিযোগকারীরা) অভিযুক্ত ব্যক্তিদের সাথে আপোষ মিমাংসার জন্য মোটা অংকের দেন দরবারের কথা চলতেছে বলে জানান।

তিনি আরো জানান, বিআরটিসি বরিশাল বাস ডিপোর ম্যানেজার জামিল হোসেনের বাড়ি গোপালগঞ্জ হওয়াটা আরো বেশি অন্যায় বলে মনে হয়। সাবেক ম্যানেজার সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে বিএমপি,জামাত ঐক্যবদ্ব চক্রটি।বিআরটিসি বরিশাল বাস ডিপোর হিসাব রক্ষণ এবং ক্যাসিয়ার এনামুল হকের কাছে যান্তে চাইলে তিনি কোন ধরনের কথা বলতে না নারাজ বলে জানান প্রতিবেদককে। বিআরটিসি বরিশাল বাস ডিপোর ম্যানেজার (সাবেক)জামিল হোসেন জানান,আমি এ বিষয় কোন কথা বলতে চাই না। বিআরটিসি বরিশাল বাস ডিপোর(সাবেক)ফোরম্যান আমির হোসেন জানান,আমি কোন অন্যায় অপরাদ,দুর্নীতি করিনি এর চেয়ে বেশি কথা বলতে পারবনা। এ বিষয়ে বিআরটিসি বরিশাল বাস ডিপোর কর্মকর্তা কর্মচারীরা নাম প্রকাশ করে সরাসরি কোন ধরনের মত প্রকাশ করতে নারাজ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিএমপি-জামাত ঐক্যবদ্ব হয়ে বরিশাল বিআরটিসি বাস ডিপোর সুনাম নষ্ট করতে বিভিন্ন দপ্তরে অভিযোগ

প্রকাশিত : ০৫:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০

সরকারের সুনাম ক্ষুন্ন করার জন্য বিএমপি,জামাত ঐক্যবদ্ব প্রচেষ্টায় লিপ্ত। তারই ধারাবাহিকতায় বরিশাল বিআরটিসি বাস ডিপোকে ব্যবহার করে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার জামাতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীরনিকটতম আত্মীয় গুরুপ্ত পূর্ন দুটি পথ নিজে আগলে রেখেছেন। এছাড়া বিএমপি-জামাত ঐক্যবদ্ব হয়ে একটি চক্র সাবেক ম্যানেজার জামিল হোসেন,সাবেক ভারপ্রাপ্ত ফোরম্যান আমির হোসেনসহ সাবেক যত ম্যানেজার এসেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে সরকারের সুনাম ক্ষুন্য করার জন্য একটি চক্র উঠে পরেলেগেছে বলে অভিযোগ বরিশাল বিআরটিসি বাস ডিপোর সাধারন কর্মচারীদের।

এদিকে বিএমপি,জামাত ঐক্যবদ্ব একটি চক্র যে কোন ম্যানেজার আসলে তাদের কাছে মোটা অংকের মাসিক মাসোয়ারা চেয়ে বসে তা দিতে অপরাগতা প্রকাশ করলেই তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে বসে।

এদিকে নাম না প্রকাশ করার সত্ত্বে সূত্র বলেন, বিআরটিসি বরিশাল বাস ডিপোর ম্যানেজার জামিল হোসেনের দুর্নীতির তদন্তে সাক্ষী গ্রহণ করেছে অতিরিক্ত জেলা প্রশাসক। ২৭ আগস্টঅতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শহিদুল ইসলাম অভিযোগকারীসহ অভিযুক্তদের সাক্ষ্য গ্রহণ করেন। তার পরই বিআরটিসি বরিশাল বাস ডিপোর সেই বিএমপি,জামাত ঐক্যবদ্ব চক্রটি (অভিযোগকারীরা) অভিযুক্ত ব্যক্তিদের সাথে আপোষ মিমাংসার জন্য মোটা অংকের দেন দরবারের কথা চলতেছে বলে জানান।

তিনি আরো জানান, বিআরটিসি বরিশাল বাস ডিপোর ম্যানেজার জামিল হোসেনের বাড়ি গোপালগঞ্জ হওয়াটা আরো বেশি অন্যায় বলে মনে হয়। সাবেক ম্যানেজার সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে বিএমপি,জামাত ঐক্যবদ্ব চক্রটি।বিআরটিসি বরিশাল বাস ডিপোর হিসাব রক্ষণ এবং ক্যাসিয়ার এনামুল হকের কাছে যান্তে চাইলে তিনি কোন ধরনের কথা বলতে না নারাজ বলে জানান প্রতিবেদককে। বিআরটিসি বরিশাল বাস ডিপোর ম্যানেজার (সাবেক)জামিল হোসেন জানান,আমি এ বিষয় কোন কথা বলতে চাই না। বিআরটিসি বরিশাল বাস ডিপোর(সাবেক)ফোরম্যান আমির হোসেন জানান,আমি কোন অন্যায় অপরাদ,দুর্নীতি করিনি এর চেয়ে বেশি কথা বলতে পারবনা। এ বিষয়ে বিআরটিসি বরিশাল বাস ডিপোর কর্মকর্তা কর্মচারীরা নাম প্রকাশ করে সরাসরি কোন ধরনের মত প্রকাশ করতে নারাজ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ