হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, মঙ্গলবার দুপুরে শার্শার আমলাই সীমান্ত থেকে তাদের আটক করা হয়। সেই সাথে হ্যান্ডকাপও উদ্ধার হয়েছে।
আটকরা হলেন,উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাহাবুদ্দিন আহম্মেদ (৩০)ও আব্দুল অহিদের ছেলে মামুন হোসেন(৩২)।
ওসি বলেন,সোমবার রাত ১১টার দিকে শার্শা থানার এএসআই রবিউল ইসলাম নিজস্ব সোর্সের খবরে শার্শার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০০বোতল ফেনসিডিলসহ হরিশচন্দ্রপুর গ্রামের শাহাবুদ্দিন ও মামুনকে আটক করে। রাতে থানায় আনার পথে তারা কৌশলে হ্যান্ডক্যাপসহ পালিয়ে যায়। পরে সাড়াশি অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে তাদেরকে পূনরায় আটক করা হয়েছে।
এ সময় তারা করাত দিয়ে হ্যান্ডক্যাপ কাটার চেষ্টা করছিলো।তাদের পালিয়ে যেতে সাহায্য করায় তাদের দুই সহযোগী একই গ্রামের আয়নাল হকের ছেলে বিল্লাল হোসেন ও ইলিয়াজ হোসেনের ছেলে শামিমকেও আটক করা হয়েছে।
এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে জানান বদরুল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















