৮ই সেপ্টেম্বর, বিশ্ব ফিজিওথেরাপি দিবস।করোনাকালীন বিশ্ব পরিস্থিতিতে ফিজিওথেরাপি চিকিৎসার প্রাসঙ্গিকতা অনস্বীকার্য। আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক, এবং এর পাশাপাশি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার দরুণ আমার শিক্ষার্থীর সংখ্যাও নেহাত কম নয়।
কোভিড-১৯ এ আমার অনেক শিক্ষার্থী ফ্রন্টলাইনার ফিজিওথেরাপিষ্ট হিসেবে কাজ করেছে। কোভিডে ব্রেদিং এক্সারসাইজ কি পরিমান কার্যকরী সেটা কোভিড রোগীর চিকিৎসায় যারা নিয়োজিত তারা সকলেই জানেন। উন্নত চিকিৎসা ব্যবস্থা হল একটা শক্তপোক্ত টিম ওয়ার্কের কাজ। সেই টিমওয়ার্কটা শক্ত করতে গেলে একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের উপস্থিতি সেই টিমে থাকতেই হবে। ফিজিওথেরাপি চিকিৎসকদের গবেষণার ব্যাপারে আরো এগিয়ে আসতে হবে।
আমি আমার শিক্ষার্থীদের সবসময় বলি, একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট চিকিৎসকের পাশাপাশি তোমরা উত্তম গবেষক হও। গবেষণা তোমাদের পেশাকে আরো সমৃদ্ধ করবে। যখন একজন ষ্ট্রোকের পেশেন্ট হুইলচেয়ারে করে আমাদের কাছে আসেন আর ফিজিওথেরাপি চিকিৎসা শেষ হলে সে ঘরে ফিরে যান পায়ে হেঁটে, সেই মুহূর্তটা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের জন্য কত আনন্দের সেটা আমরাই জানি। জয়েন্ট পেইনের জন্য গাদাখানেক ব্যথানাশক ওষুধ খেয়ে স্থায়ী কোনো সমাধান তো হয়ই না বরঞ্চ কিডনী, লিভারের জন্য ক্ষতি ডেকে নিয়ে আসে। এই জয়েন্ট পেইনের জন্য সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য চিকিৎসা ফিজিওথেরাপী।
ওজন কমাতে চাচ্ছেন, পারছেন না? মা-বোনদের মাসিকের সময়ের ব্যাথার সমাধান খুঁজছেন? ব্যাক পেইন কিছুতেই কমছে না? বেলস পালসি বা মুখ বেঁকে যাওয়ার চিকিৎসা? এই সবগুলোর উত্তর হলো ফিজিওথেরাপী। যেসব বাচ্চারা সেরিব্রাল পালসি নিয়ে জন্মায় তাদের ক্ষেত্রে চিকিৎসার প্রথম এবং শেষ অপশন ফিজিওথেরাপি। আমি গর্বিত আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক। আমি বিশ্বাস করি ফিজিওথেরাপি চিকিৎসকদের তাদের প্রাপ্য সম্মান এবং পদ দিতে বাংলাদেশ কোনোদিন কার্পণ্য করবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের দেয়া উৎসাহ বাংলাদেশের সকল ফিজিওথেরাপি চিকিৎসকের অন্তরে শক্তি যোগায়। ২৪তম বিশ্ব ফিজিওথেরাপী দিবস সফল হোক।
লেখক: প্রভাষক, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
গণ বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























