০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

আমার এক গানে যেই ভিউ জেমসের পুরো অ্যালবামেও সেই ভিউ নেই

জেমস নামটা এদেশের তরুণ প্রজন্মের কাছে অনেক জনপ্রিয় এবং প্রিয় একটি নাম। যে নাম মানুষকে দীর্ঘ কয়েক বছর ধরে নতুন নতুন মনোমুগ্ধকর গান দিয়ে, মানুষের মনে জায়গা করে রেখেছে। বাংলাদেশের নতুন প্রজন্মের গায়কদের অন্যতম আইডল জেমস। মিউজিক জগতে যাকে সবাই “বস” সম্মোধন করে থাকে।

কিন্তু সাম্প্রতিক “অপরাধী” গান দিয়ে ভাইরাল হওয়া আরমান আলিফ বলে ভিন্ন এক কথা!

সিসির চা আড্ডায় আরমান আলিফ বলেন; আমার গান “অপরাধীতে” যেই ভিউ হয়েছে, জেমসের পুরো অ্যালবামেও সেই ভিউ হয় না এখনো। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ এখনো গুনীজনদের কদর করতে জানে না!

একথা শুনে আরমান আলিফকে সিসির চা আড্ডায় এনেও, চা না দিয়েই তাড়িয়ে দিয়ে গুনীজনদের কদর দেখিয়ে দিলেন সিসির উর্ধতম কর্মকর্তাগন।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

আমার এক গানে যেই ভিউ জেমসের পুরো অ্যালবামেও সেই ভিউ নেই

প্রকাশিত : ০৮:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

জেমস নামটা এদেশের তরুণ প্রজন্মের কাছে অনেক জনপ্রিয় এবং প্রিয় একটি নাম। যে নাম মানুষকে দীর্ঘ কয়েক বছর ধরে নতুন নতুন মনোমুগ্ধকর গান দিয়ে, মানুষের মনে জায়গা করে রেখেছে। বাংলাদেশের নতুন প্রজন্মের গায়কদের অন্যতম আইডল জেমস। মিউজিক জগতে যাকে সবাই “বস” সম্মোধন করে থাকে।

কিন্তু সাম্প্রতিক “অপরাধী” গান দিয়ে ভাইরাল হওয়া আরমান আলিফ বলে ভিন্ন এক কথা!

সিসির চা আড্ডায় আরমান আলিফ বলেন; আমার গান “অপরাধীতে” যেই ভিউ হয়েছে, জেমসের পুরো অ্যালবামেও সেই ভিউ হয় না এখনো। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ এখনো গুনীজনদের কদর করতে জানে না!

একথা শুনে আরমান আলিফকে সিসির চা আড্ডায় এনেও, চা না দিয়েই তাড়িয়ে দিয়ে গুনীজনদের কদর দেখিয়ে দিলেন সিসির উর্ধতম কর্মকর্তাগন।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত