অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজে ইংলিশদের ৪-০তে উড়িয়ে দিয়েছে অজিরা। গোটা সিরিজ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছে স্মিথ বাহিনী।
আর অজি অধিনায়ক স্টিভেন স্মিথ এক কথায় ছিলেন অনন্য। তিন সেঞ্চুরির একটি ছিল দ্বিশতক এছাড়া দুই হাফ সেঞ্চুরির সাহায্যে ৫ ম্যাচের সিরিজে মাত্র ৭ ইনিংসে ১৩৭.৪০ গড়ে স্মিথের সংগ্রহ ৬৮৭ রান।
সিরিজ জুড়ে এমন অনবদ্য স্মিথের হাতে উঠে অ্যাশেজ সেরার পুরষ্কার অর্থাৎ সদ্য সমাপ্ত অ্যাশেজর সিরিজ সেরা খেলোয়ার অজি অধিনায়ক।
এবারের অ্যাশেজের সেরা তিন ব্যাটসম্যানই অস্ট্রেলিয়ান। ২ সেঞ্চুরিতে ৪৪৫ রান নিয়ে দ্বিতীয় মার্শ ভাইদের বড় জন শন মার্শ। এক সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে ৪৪১ রান নিয়ে যথারীতি তৃতীয় স্থানে আছে অজি ওপেনার ওয়ার্নার।
স্টিভেন স্মিথ রেকর্ড পরিমাণ পয়েন্ট নিয়ে টেষ্ট র্যাঙ্কিংয়ের এক নাম্বারে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলির চেয়ে তার পয়েন্ট ৫৪ বেশি। শুধু তাই নয় স্যার ডন ব্রাডম্যানের পর সর্বোচ্চ পয়েন্ট স্টিভেন স্মিথের।


























