১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

চাঁদাবাজ অপূর্ব!

Photo by sazzad

অপূর্ব। বাংলা নাটকে অনন্য এক নাম। বিদায়ী বছরে তার ‘বড় ছেলে’ নাটকটি বেশ প্রশংসা কুড়িয়েছে।

নাটকের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেয় পারিবারিক কাহিনী নিয়ে নির্মিত নাটকটি। ইউটিউবেও সর্বোচ্চ ভিউয়ারের রেকর্ড গড়ে অপূর্ব-মেহজাবীন অভিনীত এই নাটক। এতে অসাধারণ অভিনয়, বচনভঙ্গী ও চিত্রনাট্যের কলা-কৌশলে সবাইকে মুগ্ধ করার পর ‘বড় ছেলে’ তকমা পেয়ে যান অপূর্ব।

রোমান্টিক চরিত্রেই বেশি দেখা মেলে ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতাকে। বৈচিত্রময় চরিত্রেও তার গ্রহণযোগ্যতা প্রমাণিত।

এবার নতুন একটি ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’-অভিনয় করতে যাচ্ছেন অপূর্ব। বছরের প্রথম দিন থেকে প্রচার শুরু হয়েছে মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় নতুন এ নাটকের।

রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। পাশপাশি প্রতি রবি ও সোমবার সন্ধ্যায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি।

অপূর্ব ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মম, নাঈম, মৌসুমী হামিদ, দীপান্বিতা মার্টিন, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, রাইসুল ইসলাম আসদসহ আরো অনেকে।

নাটকে দেখা যাবে খুনে মেজাজের অপূর্বকে, কারণ তার অভিনয় সন্ত্রাসী চরিত্রে। যার ভেতরটা অন্যরকম।এ বিষয়ে নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘গল্পটা মানুষের দু’টি রূপের। একটি ঘরের অন্যটি বাইরের জগতের’।

নানা জায়গা থেকে চাঁদাবাজী করে দু:স্থ নারী ও পতিতাদের আশ্রমে সহায়তা করে সে। ঘরের ভেতর সেই অপূর্বকেই আবার দেখতে পাই খুব শান্ত-শিষ্ট ভদ্রযুবকের চরিত্রে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

চাঁদাবাজ অপূর্ব!

প্রকাশিত : ১০:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮

অপূর্ব। বাংলা নাটকে অনন্য এক নাম। বিদায়ী বছরে তার ‘বড় ছেলে’ নাটকটি বেশ প্রশংসা কুড়িয়েছে।

নাটকের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেয় পারিবারিক কাহিনী নিয়ে নির্মিত নাটকটি। ইউটিউবেও সর্বোচ্চ ভিউয়ারের রেকর্ড গড়ে অপূর্ব-মেহজাবীন অভিনীত এই নাটক। এতে অসাধারণ অভিনয়, বচনভঙ্গী ও চিত্রনাট্যের কলা-কৌশলে সবাইকে মুগ্ধ করার পর ‘বড় ছেলে’ তকমা পেয়ে যান অপূর্ব।

রোমান্টিক চরিত্রেই বেশি দেখা মেলে ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতাকে। বৈচিত্রময় চরিত্রেও তার গ্রহণযোগ্যতা প্রমাণিত।

এবার নতুন একটি ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’-অভিনয় করতে যাচ্ছেন অপূর্ব। বছরের প্রথম দিন থেকে প্রচার শুরু হয়েছে মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় নতুন এ নাটকের।

রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। পাশপাশি প্রতি রবি ও সোমবার সন্ধ্যায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি।

অপূর্ব ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মম, নাঈম, মৌসুমী হামিদ, দীপান্বিতা মার্টিন, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, রাইসুল ইসলাম আসদসহ আরো অনেকে।

নাটকে দেখা যাবে খুনে মেজাজের অপূর্বকে, কারণ তার অভিনয় সন্ত্রাসী চরিত্রে। যার ভেতরটা অন্যরকম।এ বিষয়ে নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘গল্পটা মানুষের দু’টি রূপের। একটি ঘরের অন্যটি বাইরের জগতের’।

নানা জায়গা থেকে চাঁদাবাজী করে দু:স্থ নারী ও পতিতাদের আশ্রমে সহায়তা করে সে। ঘরের ভেতর সেই অপূর্বকেই আবার দেখতে পাই খুব শান্ত-শিষ্ট ভদ্রযুবকের চরিত্রে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।