সাতক্ষীরায় মাদকসেবী শনাক্তে পুলিশ সুপারের ডোপ টেষ্টে অভিযানে আতংকিত ব্যাবসায়ী ও মাদকাসক্তরা। সাতক্ষীরা জেলা দীর্ঘ ২৩৮ কিলোমিটার ভারতীয় সীমান্ত হওয়াই এ জেলার বেশিরভাগ মানুষ মাদক কারবারির সাথে জড়িত। দেশের গুরুত্বপূর্ণ শহরের মাদকের বড় চালান পৌছে দেওয়া হয় সাতক্ষীরা থেকে। অন্যদিকে জেলার ও জেলার বাইরের মাদকসেবীরা বিভিন্ন সীমান্তে গিয়ে মাদক সেবন করে ফিরে আসে।এদের কে রুখতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সীমান্তের বিভিন্ন এলাকায় রাস্তায় ডাক্তারের উপস্থিতিতে সন্দেহজনকদের নিয়ে ডোপ টেষ্ট শুরু করেছে। গত ১৭ সেপ্টেম্বর ভোমরা স্থল বন্দর সড়কে অভিযানে ৩৮ জনকে আটক করে টেষ্ট শেষে ১৬ জনকে শনাক্ত করে জেল হাজতে প্ররেণ করেছেন।এ অভিযান কে সাধুবাদ জানিয়েছন সচেতনমহল পুলিশসুপার কে ধন্যবাদ জানিয়েছন। সাথে সাথে এ অভিযান অব্যহত রাখার জোর দাবী জানিয়েছেন। এ রিপোর্ট তৈরীর আগে একাধিক মাদকসেবী এ প্রতিবেদককে জানিয়েছেন এ অভিযান চলমান থাকলে মাদকসেবন পুরাপুরি বন্ধ হয়ে যাবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















