১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

যশোরে বিকাশ প্রতারক চক্রের সদস্যকে গণপিটুনি

যশোরে শাওন নামে বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। একটি বিকাশ এজেন্টের দোকানে গিয়ে কৌশলে খাতা থেকে বিভিন্ন নম্বর মোবাইল ফোনে ধারন করার সময় শাওন আটক হয়। সে সদর উপজেলার ফরিদপুর গ্রামের মোমিনুর রহমানের ছেলে।

কোতয়ালি থানার পশ্চিমপাশের বিকাশ এজেন্ট হেমায়েত হোসেন জানান, মিডটাউন বিল্ডিংয়ের নিচে সিটি ওয়াচ অ্যান্ড মোবাইল নামে তার একটি দোকান আছে। সকালে শাওন নামে ওই যুবক সেখানে গিয়ে কৌশলে মোবাইল ফোনে এজেন্ট খাতা থেকে গ্রাহকের নম্বরের ছবি তোলার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে পিটুনি দিলে স্বীকার করেন যে, সে এভাবে বিভিন্ন এজেন্টের দোকান থেকে নম্বর সংগ্রহ করে মাগুরা, গাজীপুর ও ঢাকায় তাদের অন্য লোকজনের কাছে পাঠিয়ে দিয়ে থাকেন। তারা ওই নম্বর ফোন দিয়ে বিভিন্ন মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এর বিনিময়ে সে নম্বর প্রতি ৮শ’ টাকা করে পেয়ে থাকেন। এই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় রোববার রাতে মামলা দেয়ার প্রস্তুতি চলছিল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরে বিকাশ প্রতারক চক্রের সদস্যকে গণপিটুনি

প্রকাশিত : ০১:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

যশোরে শাওন নামে বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। একটি বিকাশ এজেন্টের দোকানে গিয়ে কৌশলে খাতা থেকে বিভিন্ন নম্বর মোবাইল ফোনে ধারন করার সময় শাওন আটক হয়। সে সদর উপজেলার ফরিদপুর গ্রামের মোমিনুর রহমানের ছেলে।

কোতয়ালি থানার পশ্চিমপাশের বিকাশ এজেন্ট হেমায়েত হোসেন জানান, মিডটাউন বিল্ডিংয়ের নিচে সিটি ওয়াচ অ্যান্ড মোবাইল নামে তার একটি দোকান আছে। সকালে শাওন নামে ওই যুবক সেখানে গিয়ে কৌশলে মোবাইল ফোনে এজেন্ট খাতা থেকে গ্রাহকের নম্বরের ছবি তোলার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে পিটুনি দিলে স্বীকার করেন যে, সে এভাবে বিভিন্ন এজেন্টের দোকান থেকে নম্বর সংগ্রহ করে মাগুরা, গাজীপুর ও ঢাকায় তাদের অন্য লোকজনের কাছে পাঠিয়ে দিয়ে থাকেন। তারা ওই নম্বর ফোন দিয়ে বিভিন্ন মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এর বিনিময়ে সে নম্বর প্রতি ৮শ’ টাকা করে পেয়ে থাকেন। এই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় রোববার রাতে মামলা দেয়ার প্রস্তুতি চলছিল।

বিজনেস বাংলাদেশ/ এ আর