মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া এলাকায় সোমবার সন্ধ্যায় র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গাোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পানু মোল্লার বাড়ি থেকে ৬ হাজার কেজি সরকার কর্তক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যম ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

সোমবার রাত র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রাজৈর উপজেলার খালিয়া এলাকায় পলিথিন ব্যবসায়ী পানু মোল্লা তার বাড়িতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন বিক্রীর উদ্দশ্যে মজুদ করে রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে খালিয়া এলাকায় পানু মোল্লার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকার কর্তক নিষিদ্ধ ঘোষিত সর্বমাট ৬ হাজার কেজি পলিথিন উদ্ধার করা হয়। এ সময় অবৈধ ভাবে পলিথিন মজুদ ও বিক্রী করার অপরাধে ফজেল মোল্লার ছেলে পানু মোল্লাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যম ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আবু জোহর। জব্দকৃত পলিথিন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যম মাদারীপুর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















