চকরিয়া-বদরখালী সড়কের সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা স্টেশনের নিকটে প্রধান সড়কে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মিনি ট্রাকের (ডাম্পার) ধাক্কায় সিএনজি চালিত টেক্সী উল্টে একজন নিহত ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের নাম গিয়াস উদ্দিন চৌধুরী ভূট্টো (৪৫)। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ঝাপুয়া গ্রামের বাসিন্দা বিএনপি নেতা মোক্তার আহমদ চৌধুরীর ছোট ছেলে । তিনি চকরিয়া সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।
দূর্ঘটনায় হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ জোবাইর। তিনি বলেন, ‘হতাহতদের চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেছেন পুলিশের একটি দল। দূর্ঘটনায় পতিত গাড়ি জব্দ করা হয়েছে।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















