কলকাতা নাইট রাইডার্স গম্ভীরকে ধরে রাখেনি এটা পুরোনো খবর। নতুন খবর হল, গম্ভীরের বিকল্প হিসেবে এবার কেন উইলিয়ামসন সঠিক বাছাই হতে পারেন কেকেআর-এর কর্তাদের কাছে।
সাধারণত, টি টোয়েন্টি ক্রিকেটে খুব বড় নাম নন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান। তবে সংক্ষিপ্ততম ক্রিকেটের ফর্মেটে উইলিয়ামসনের রেকর্ড বেশ ভাল। টি টোয়েন্টিতে কিউই ব্যাটসম্যানের গড় প্রায় ৩৫। যা বেশ ভাল এই ধরনের ক্রিকেটে। গত বছর সানরাইজার্স হায়দরাবাদ-এর জার্সিতে আইপিএল-এ ৭ ম্যাচ খেলেছিলেন কেন উইলিয়ামসন।
৭ ম্যাচে উইলিয়ামসনের গড় ছিল ৪২। স্ট্রাইক রেট-ও ছিল দেড়শো-রও বেশি। গম্ভীরের বিকল্প হিসেবে এমন এক ক্রিকেটারের সন্ধানে রয়েছেন কেকেআর কর্তারা, যে টপ অর্ডারে নিয়মিত ব্যাট হাতে দলকে ভরসা জোগাতে পারবেন, ধারাবাহিকভাবে।
জাতীয় দলের হয়েও কেন উইলিয়ামসনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তাই সব মিলিয়ে গম্ভীরের বিকল্প হিসেবে কেন উইলিয়ামসনকে নিলামে কেকেআর কিনলে অবাক হওয়ার কিছু নেই।


























