মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ( উত্তর) ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ইসলাম উদ্দিনের দুর্নীতির কারণে বঞ্চিত হচ্ছে নিরীহ ওয়ার্ডবাসী। বিধবা ভাতা, মাতৃত্ব কালীন ভাতা, ভিজিডির চাল এলাকার গরীব অসহায়দের না দিয়ে নিজ আতœীয় স্বজনদের কে দেওয়া এলাকায় অসন্তোষ বিরাজ করছে। এছাড়া বিধবা ভাতার কার্ড থাকার পর ও ভাতা না পাওয়ায় দুর্দশাগ্রস্থ হয়ে পড়েছেন অত্র ইউনিয়নের কাটাজংগল গ্রামের মৃত পবিত্র সাও এর বিধবা স্ত্রী শমবারী সাও (৪৭)। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শমবারী সাও ওয়ার্ড মেম্বার ইসলাম উদ্দিন এর বিরুদ্ধে গত ২৭শে আগষ্ট২০২০ইং লিখিত অভিযোগ করেন।
গত ১০ ই সেপ্টেম্বর মেম্বার ইসলাম উদ্দিন এর স্বজন প্রীতি ও দুর্নীতির তথ্য দিয়ে অত্র ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আরো ১৭ জন সাক্ষরিত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হয়।
অভিযোগ সূত্রে জেলার সংবাদকর্মীরা সরেজমিন পৌঁছে জানতে পারেন, হতদরিদ্র শমবারী সাও এর বিধবা মা স্বরসতী সাও বিধবা ভাতা পেয়ে আসছিলেন। তার মৃত্যুর পর ঐ বইটি বিধবা শমবারী সাও কে হস্তান্তর করা হয়। কিছু দিন পর মেম্বার ইসলাম উদ্দিন বইটি অনলাইন করার জন্য পাঁচ শত টাকা দাবি করে উক্ত কার্ডও টাকা নিয়ে আর কার্ডটি ফেরত দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান তিনি শুধু বিধবা ভাতা বা, প্রেগন্যান্সি ভাতাসহ চাল, সেলাই মেশিন বিতরণে ব্যাপক দুর্নীতি করে আসছেন।
অভিযুক্ত ইউপি মেম্বার ইসলাম উদ্দিন এর সাথে বারবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মেম্বার ইসলাম উদ্দিন এর বিরুদ্ধে অভিযোগটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















